কলকাতাটিভি ওয়েবডেস্ক: বেইজিংয়ে শীতকালীন অলিম্পিক্স গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মাঝে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক সারলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং৷ অতি গুরুত্বপূর্ণ বিষয়ের বৈঠক সাফল্য মণ্ডিত হয়েছে৷ রবিবার টুইট করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানও সে বিষয়ে জানিয়েছেন৷
Had a great meeting with Chinese President Xi Jinping today. We agreed to further enhance our strategic and economic relations; and to fast track the second phase of CPEC. pic.twitter.com/wbUbvGnXTN
— Imran Khan (@ImranKhanPTI) February 6, 2022
এ দিন ইমরান খান টুইটে লেখেন, ‘‘চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আজ দারুণ বৈঠক হয়েছে। আমরা আমাদের কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়াতে সম্মত হয়েছি৷ দুই দ্বিপাক্ষিক কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে যাবে৷’’ ইমরান খান আরও জানান, চীন ও পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ ও স্থিতিশীল সম্পর্ক বজায় রাখা এবং আফগানিস্তান সহ পার্শ্ববর্তী অঞ্চলে উন্নয়নকে তরান্বিত করেত দুই দেশ একসঙ্গে কাজ করবে৷
পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন তাদের অনলাইন প্রতিবেদনে জানিয়েছে, দুই রাষ্ট্রপ্রধান দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হয়েছে৷ ভবিষ্যতে পাকিস্তান-চীন জাতীর উন্নয়ন প্রক্রিয়ায় নতুন যুগের সূচনা করবে৷ প্রতিবেশী দেশগুলির সঙ্গেও সহযোগিতামূলক সম্পর্ক শক্তিশালী করার ইচ্ছার কথা জানিয়েছেন ইমরান খান। পাকিস্তানের কৃষিজাত পণ্য আমদানি করতে রাজি হয়েছে চীন। এমনকি, দুই রাষ্ট্র প্রধান আফগানিস্তান ও কাশ্মীর ইস্যুওক গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশে।