ওয়েবডেস্ক- ভারতের প্রত্যাঘাতের (India Air strike) কথা স্বীকার করে নিলেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Pakistani Prime Minister Shahbaz Sharif) । পাকিস্তানের প্রধানমন্ত্রী নূর খান এয়ারবেসে (Nur khan Airbase) ভারতের প্রত্যাঘাত নিয়ে বলেন, ৯ ও ১০ মে রাত প্রায় আড়াইটের দিকে সেনাপ্রধান আসিম মুনির তাঁকে ফোন করে ভারতের প্রত্যাঘাতের কথা জানান।
ব্যালিস্টিক মিসাইল (Ballistic Missile) ছোঁড়ার কথা জানান তিনি। এর মধ্যে একটি নূর খান এয়ারবেসে আঘাত করে ও আরও কয়েকটি মিসাইল অন্যত্র বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় পড়ে।
পহেলগাম হামলার পরেই ভারত ‘অপারেশন সিঁন্দুর’ (Operation Sindur) এয়ার স্ট্রাইকে প্রত্যাঘাত করে। প্রথম দিকে ভারতের এই প্রত্যাঘাত সেইভাবে মানতে চাইছিল না পাক সরকার, পরে একে একে স্বীকার করতে থাকে।
আরও পড়ুন- ‘বেছে বেছে’ হামলা করেছে ভারত! স্বীকার পাক প্রধানমন্ত্রীর
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, ভারতের এয়ার স্ট্রাইকে খান এয়ারবেসসহ (Nur Khan Air Base) বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। পাক প্রধানমন্ত্রীর কথায়, পাকিস্তানের বিমানবাহিনী দেশের রক্ষায় দেশীয় প্রযুক্তি ও চীনের যুদ্ধবিমানে থাকা আধুনিক উন্নত মানের সামগ্রী ব্যবহার করেছে। তার দাবি, পরে ভারতের পক্ষ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল।
উল্লেখ্য, নূর খান এয়ার বেস পাকিস্তানের একটি প্রধান বিমান ঘাঁটি। এটি ইসলামাবাদের কাছে পঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডির চাললালায় অবস্থিত। এই বিমান ঘাঁটি থেকেই প্রধানত পাকিস্তানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্যান্য ভিআইপিদের উড়ানগুলি ওঠানামা করে। স্যাটেলাইটে যে ছবি ধরা পড়েছে, সেখানে দেখা গেছে ভারতের মিসাইলগুলি অত্যন্ত নিখুঁতভাবে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হেনেছে।
এতদিন বিশ্বের কাছে মুখে কুলুপ এঁটে থাকলেও এবার সত্যিটা স্বীকার করে নিল ইসলামাবাদ। বলা যেতে পারে, নূর খান এয়ারবেসে ভারতের প্রত্যাঘাত পাকিস্তানের বুকে ভয় ধরিয়ে দিয়েছে।
দেখুন ভিডিও-