কাবুল :তুলি হাতে কালো রঙ লাগিয়ে চলেছে লোকটা। কাঁধে বন্দুক। পরনে মুসলিমদের ট্রাডিশানাল পোশাক। তাকে ঘিরে রয়েছে আরও কয়েকজন। শূন্যে চালাচ্ছে গুলি। উল্লাস পালন করছে তারা। আর তুলি হাতে লোকটা নাগাড়ে মুছে চলেছে পোস্টারগুলো। সবগুলোই মহিলাদের ছবি। বিজ্ঞাপন। প্রচারমূলক ছবি।
অকুস্থল আফগানিস্তান। আরও স্পষ্ট করে বললে তালিবান অধ্যুষিত আফগানিস্তান। যে দেশটায় গত রবিবার থেকে উদ্যাম তাণ্ডব চালাচ্ছে তালিবান জঙ্গিরা। কোথাও জ্বালানো হচ্ছে বিনোদন পার্ক। কোথাও গুলি করে মারা হচ্ছে সাধারণ নাগরিকদের। নারী স্বাধীনতার কথা মুখে বলা হলেও কার্যক্ষেত্রে ছবিটা যে একদমই এক নয় তা বার বার সামনে আসছে।
আরও পড়ুন:লাহোরের পার্কে মহিলাকে নির্যাতন শতাধিক পুরুষের, ভাইরাল ভিডিও
ঠিক যেমনটা বুধবার ধরা পড়ল ক্যামেরায়। এতদিন স্যালো-স্পাগুলোর বাইরে বিজ্ঞাপন সাঁটা থাকত। আর পাঁচটা দেশের মতো এই দেশটাতেও এই বিজ্ঞাপনের কাজে ব্যবহার হয়েছিল অভিনেতা অভিনেত্রীদের। বুধবার সকালে শরিয়াতের দোহাই দিয়ে অভিনেত্রীদের ছবি মুছতে দেখা গেল তালিবান জঙ্গিদের। প্রবল আগ্রহে। অত্যন্ত উত্সাহে। যা বুঝিয়ে দিল আগামীদিন কতটা কালো হতে চলেছে আফগানে থাকা মহিলাদের জীবন।