জল (Water) তো জীবন। জল না হলে এক দণ্ড বাঁচা যায় না। কিন্তু পৃথিবীতে এমন দেশও আছে যেখানে বেশি জল খেলে জরিমানা দিতে হয়। অবাক জলপান শুনতে লাগল তাই না। একটু বিস্তারিত জেনে নেওয়া যাক।
বেশি জল খেলে জরিমানা
* জলের পরিমাণ তীব্র মাত্রায় হ্রাস পেয়েছে তিউনিশিয়ায় (Tunisia)
* জলের অত্যধিক আকাল হওয়ায় জল ব্যবহারের পরিমাপ বেঁধে দেওয়া হয়েছে
* আগামী ৬ মাসের জন্য এখানে পানীয় জল নির্দিষ্ট কোটার মাপে ব্যবহার করা যাবে
* অর্থাৎ প্রত্যেকের জন্য জল ব্যবহার করার নির্দিষ্ট কোটা তৈরি হয়েছে এই দেশে
আরও পড়ুন: Talk on Facts | Tube light | রাতে ঘুম না আসার কারণ টিউবলাইট! কী বলছে বিজ্ঞান?
* শুধু তাই নয়, কৃষিকাজেও জল ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এই দেশে
* যে কোনও পাবলিক প্লেস পরিষ্কারের জন্য জল ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে
* শুধু তাই নয়, এই নিয়ম লঙ্ঘন করলে জরিমানা এমনকী জেলও হতে পারে
* জল আইনে নিয়ম ভঙ্গকারীদের ৬ দিন থেকে ৬ মাস কারাদণ্ড হতে পারে