কেনিয়া: মারা গেল পৃথিবীর সবচেয়ে বয়স্ক সিংহ (Lion)। দক্ষিণ কেনিয়ার (Southern Kenya) আমবোসেলি ন্যাশনাল পার্ক লাগোয়া এক গ্রামে রাখালদের ছোঁড়া বর্শার আঘাতে মৃত্যু হয় লুনকিতো (Loonkiito) নামের ১৯ বছর বয়সি সিংহের। বন্যপ্রাণী কর্মকর্তারা জানিয়েছেন, লুনকিতো নামে একটি সিংহ, যাকে বিশ্বের অন্যতম বয়স্ক বলে মনে করা হয়। বন্যপ্রাণ সংরক্ষণবিদ ও ‘ওয়াইল্ড লাইফ ডাইরেক্টে’র প্রধান অফিসার পলা কাহুম্বুর এই মৃত্যুকে সিংহ ও মানুষের সহাবস্থানের পক্ষে বিপজ্জনক বলে জানিয়েছেন।
লায়ন গার্ডিয়ানস’ তাদের ফেসবুক পোস্টে ‘ভারাক্রান্ত হৃদয়ে’ জানিয়েছে, লুনকিতোর মৃত্যু সংবাদ। তারা জানিয়েছে, ‘লুনকিতো ছিল আমাদের ইকোসিস্টেম এবং সম্ভবত আফ্রিকায় সবচেয়ে বয়স্ক পুরুষ সিংহ।’ সিংহটিকে ‘স্থিতিস্থাপকতা এবং সহাবস্থানে’র প্রতীক বলে উল্লেখ করা হয়েছে।ওয়ার্ল্ড ওয়াইল্ডলাফি ফেডারেশনের তথ্যমতে, পৃথিবীর প্রায় সব সিংহের বাসই আফ্রিকায়। অল্প কিছু সিংহের বাস ভারতে।
আরও পড়ুন:Teacher Recruitment Cancel | ডিভিশন বেঞ্চের দ্বারস্থ চাকরিহারা প্রাথমিক শিক্ষকরা
কেনিয়া ওয়াইল্ডলাইফ সার্ভিস (কেডব্লিউএস)-এর মুখপাত্র পল জিনারো বিবিসিকে বলেন, লুনকিতোর অনেক বয়স হয়েছিল এবং সে শারীরিকভাবে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। খাবারের সন্ধানে ঘুরতে ঘুরতে সিংহটি পার্ক থেকে গ্রামে চলে গিয়েছিল। তবে লুনকিতোই কেনিয়ার সবচেয়ে বয়স্ক সিংহ কি না, তা নিশ্চিত করতে পারেননি জিনারো। তিনি বলেছেন, সিংহটি ‘খুব বয়স্ক’ ছিল। অধিকাংশ সিংহ প্রকৃতিতে প্রায় ১৩ বছর বাঁচে। সেই তুলনায় লুনকিতোর বয়স হয়েছিল অনেকটাই বেশি। ২০০৪ সালে জন্মগ্রহণ তার। মৃত্যু হল ২০২৩-এ এসে। কেনিয়ার একটি গ্রামে গবাদিপশু শিকার করতে গিয়ে বর্শার আঘাতে মৃত্যু না হলে নিঃসন্দেহে সে আরও দীর্ঘায়ু হত।