শনিবার ছিল আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্টের জন্মদিন। শুভেচ্ছা জানালেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি শনিবার রাতে একটি টুইট করে জো বাইডেনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
৭৯ বছর বয়স হল প্রেসিডেন্ট জো বাইডেনের। শনিবার কমলা হ্যারিস টুইটারে জো বাইডেনের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন। সেই সঙ্গে লেখেন, “আপনার একটি সুখী এবং আনন্দময় দিন কামনা করছি।” সম্প্রতি হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট জো বাইডেন চিকিৎসার জন্য ছুটি নিচ্ছেন। তাঁর অনুপস্থিতিতে প্রেসিডেন্ট পদে থাকবেন কমলা হ্যারিস।
Wishing you a happy and joyous day, @POTUS.
Happy birthday! pic.twitter.com/Qbrh5f10Tk
— Vice President Kamala Harris Archived (@VP46Archive) November 20, 2021