দেশে ফেরা হয়নি। তাই বিদেশের মাটিতেই দেবীর আরাধনায় মাতলেন প্রবাসীরা। পুজোর তিন দিন হৈ-হুল্লোড় আনন্দের সঙ্গে মাতলেন মার্কিন নিবাসী বাঙালিরা। তিথি নিয়মনিষ্ঠা মেনে গত ২১ বছর ধরে দুর্গা পুজো হচ্ছে বলে জানালেন পুজোর আয়োজন তথা প্রবাসী বাঙালিরা।
আমেরিকায় প্রচুর ভারতীয়দের বসবাস। যার মধ্যে উত্তর ভারতীয়, দক্ষিণ ভারতীয় বাঙালি, পাঞ্জাবি সকলে রয়েছেন। বিদেশে হলেও প্রতিটি সম্প্রদায় তাঁদের নিজেদের উৎসব উদযাপন করে থাকেন। ঠিক তেমনই বাঙালিরাও তৈরি করেছেন অডিটোরিয়াম। নাম দুর্গাবাড়ি। সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবছর এই পুজো করে আসেন তাঁরা। প্রবাসী বাঙালিদের দুর্গাপুজো দেখতে ভিড় জমান অন্যান্য সম্প্রদায়ের মানুষেরাও। গত বছর করোনা পরিস্থিতির কারণে অনলাইনে পুজো সারলেও এই বছর সমস্ত বিধি-নিষেধ মেনে সর্তকতা অবলম্বন করেই পূজা অনুষ্ঠিত হল। সম্পূর্ণ ভ্যাকসিনেটেড হলে তবে মাত্রই প্রবেশাধিকার মিলছে অডিটরিয়ামে হল ঘরে। আর অডিটরিয়ামে সীমিত পরিমাণ লোক নিয়ে চলছে পুজো আর্চা। কাঁসরঘন্টা ঢাকের শব্দে বিদেশ নয়। যেন মনে হচ্ছে শহর কলকাতারই কোনও এক পুজো মন্ডপ। সেইসঙ্গে অষ্টমীর দুপুরে পূজার ভোগ বিতরণ চলছে জোড় কদমে।
আরও পড়ুন: ভাঙল প্রচলিত প্রথা…বহরমপুরে দেবীর আরাধনায় ‘শবরী’রা
চলছে ভোগ বিতরণ
আরও পড়ুন: স্বাধীনতা-দেশভাগের যন্ত্রণা থেকে মুক্তি পেতে শুরু হয় ঘোষ বাড়ির দুর্গাপুজো
করোনা পরিস্থিতিতে মানা হচ্ছে বিধি নিষেধ। পুজো, ভোগ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন জায়গায় পৃথক ভাবে অনুষ্ঠিত হচ্ছে। সব দেখে যেন মনে হতেই পারে শুরুর আমেরিকার বুকে এক টুকরো ছোট্ট বাংলা।