ব্রসেলস: এক সপ্তাহ হয়েছে আফগানিস্তানের দখল নিয়েছে তালিবান। দীর্ঘ দুই দশক পরে কাবুলিওয়ালার দেশের তালিবান দখলে যাওয়া নিয়ে প্রতিক্রিয়া দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন(European Union)। তালিবানের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট উরসালা ভন ডের লেয়েন।
তিনি জানিয়েছেন যে ইউরোপিয়ন ইউনিয়ন তালিবানকে স্বীকৃতি দেয়নি। তাদের সঙ্গে কোনও প্রকার রাজনৈতিক আলোচনা হওয়ারও অবকাশ নেই। প্রেসিডেন্ট উরসালা ভন ডের লেয়েন শনিবার এই মন্তব্য করেছেন। গত রবিবার কাবুলের দখল নিয়ে সমগ্র আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালিবান।
তালিবান আতঙ্কে বহু মানুষ আফগানিস্তান ছেড়ে গিয়েছেন। কাবুলে এমন অনেকে আফগান ছিলেন যারা ইউরোপিয় ইউনিয়নের হয়ে কাজ করতেন। সেই সকল কর্মীদের মাদ্রিদে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। সেই সকল শরণার্থীদের সঙ্গে শনিবার দেখা করেন লেয়েন। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আফগানিস্তান এবং তালিবান প্রসঙ্গে ইউরোপিয় ইউনিয়নের অবস্থান স্পষ্ট করেন তিনি।
তালিবান শাসিত আফগানিস্তানে ইউরোপিয় ইউনিয়ন উন্নয়নের কাজ জারি রাখবে বলে জানিয়েছেন ওই কমিশনের প্রেসিডেন্ট। এদিন লেয়েন জানিয়েছেন যে আফগানিস্তানের মানবাধিকার, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং মহিলাদের সম্মান রক্ষার্থে ইউরোপিয় ইউনিয়নের প্রয়াস বন্ধ হবে না। চলতি বছরে আফগানিস্তানের জন্য ইউরোপিয় ইউনিয়নের ফান্ড বাড়িয়ে ৫৭ মিলিয়ন করার প্রস্তাব দিয়েছেন তিনি। যার পরিমাণ ৬৭ মিলিয়ন মার্কিন ডলার।