ওয়েব ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) যতই নিজেকে এবং আমেরিকাকে আধুনিক সভ্যতার ‘ধারক ও বাহক’ মনে করুন না কেন, তাঁর ডেপুটি কিন্তু সম্পূর্ণ অন্য কথা বললেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স (JD Vance) বললেন, আমেরিকার একচ্ছত্র আধিপত্যের দিন শেষ।
নৌসেনা অ্যাকাডেমিতে স্নাতকদের উদ্দেশে ভাষণে ভান্স বললেন, আমেরিকার একচ্ছত্র আধিপত্যের দিন শেষ হয়ে গিয়েছে। রাশিয়া (Russia) এবং চীন (China) সবক্ষেত্রে আমেরিকাকে লড়াই দিচ্ছে। এ নিয়ে ভান্সকে একহাত নিয়ে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ (Sergei Lavrov) বলেন, “এটা নিশ্চিত যে আমরা কঠিন পরীক্ষার মুখে পড়তে চলেছি, কতদিন ধরে তা কেউ জানে না। তবে এটা এক নতুন যুগ তাতে সন্দেহ নেই, সেই যুগ শুরু হয়ে গিয়েছে।”
আরও পড়ুন: আচমকা সিদ্ধান্ত ! ভারতের সঙ্গে প্রতিরক্ষা খাতে চুক্তি বাতিল বাংলাদেশ সরকারের
২৩ মে-র ভাষণে ভান্স এও বলেন, আমেরিকা এবার থেকে সামরিক শক্তি ব্যবহারে সাবধানী এবং নির্ণায়ক হবে। তাঁর কথায়, “কোনও ঘুসি চালানোর সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সাবধানী হতে হবে। কিন্তু যখন ঘুসি চালাব, জোরে চালাব এবং তা হবে নির্ণায়ক।” তিনি আরও বলেন, আমাদের বিদেশ-নীতিতে প্রচুর পরীক্ষা-নিরীক্ষা হয়েছে যেখানে জাতীয় প্রতিরক্ষা এবং আমাদের বন্ধুদের রক্ষণাবেক্ষণকে জাতি গঠনের বিনিময়ে এবং বিদেশি দেশের বিষয়ে হস্তক্ষেপের বিনিময়ে ব্যবহার করা হয়েছিল, যদিও সেই বিদেশি দেশগুলির মূল আমেরিকান স্বার্থের সঙ্গে সম্পর্কই ছিল না।
নিজেকে আলাদা করে নিতে চাইছে আমেরিকা তা প্রেসিডেন্ট ট্রাম্পের প্রায় প্রতিটি কথায় বোঝা যায়। একই বিষয় প্রতিধ্বনিত হল তাঁর ডেপুটি ভান্সের কথাতেও। ট্রাম্প ইতিমধ্যেই ন্যাটোর অন্তর্ভুক্ত দেশগুলিকে নিজেদের প্রতিরক্ষায় নিজেদের ব্যয় করতে বলেছেন, যাতে আমেরিকার থেকে বোঝা নেমে যায়।
দেখুন খবর: