কর্ণাটক: হাসপাতাল চত্বরে জল জমেছিল। মূলত হাসপাতালের শৌচাগারে। আর সেই শৌচালয়ের কমোড থেকে উদ্ধার হল এক সদ্যোজাতর দেহ। যা দেখে অবাক সাফাই কর্মীরা। খবর দেওয়া হয় পুলিশে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে তদন্ত।
ঘটনাটি ঘটেছে কর্ণাটকের রামনগর জেলা হাসপাতালে। জল আটকে যায় শৌচাগারে। খবর দেওয়া হয় শৌচকর্মীদের। তারা এসে যখন শৌচাগার পরিষ্কার করেন তখন উদ্ধার হয় এক শিশুর দেহ। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশু নিখোঁজ নিয়ে কোন অভিযোগ জমা পরেনি। ঘটনাটি সামনে আসার পরই হাসপাতালের পক্ষ থেকে ডাক দেওয়া হয় পুলিশকে। পুলিশের প্রাথমিক অনুমান শিশুটির বয়স এক বা দু’দিনের। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকতে পারে শিশুটির মা।
আরও পড়ুন: সপ্তাহান্তে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা
পুলিশ সূত্রে খবর, হাসপাতালের একতলায় শৌচালয়ের কমোডের পাইপ থেকে উদ্ধার হয়েছে শিশুটির দেহ। বৃহস্পতিবার সকালে হঠাৎই কমোডে জল আটকে গিয়েছিল। খবর পেয়ে ডাক দেওয়া হয় শৌচকর্মীদের। পাইপ থেকে ময়লা টেনে বার করতেই উদ্ধার হয় সদ্যোজাতের দেহ।
ঘটনাটি সামনে আসার পরই, হাসপাতালের পক্ষ থেকে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই সদ্যোজাতর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক অনুমান শিশুটির দেহ বুধবার রাতেই কমোডে ফেলে দেওয়া হয়েছিল। তদন্তের খাতিরে চেক করা হয় সিসিটিভি ফুটেজ। তদন্তকারীদের অনুমান ইচ্ছে করেই কমোডে শিশুটিকে ফেলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই শুরু হয়েছে ঘটনার তদন্ত।
দেখুন অন্য খবর
The post সদ্যোজাতর দেহ উদ্ধার হাসপাতালের শৌচালয় থেকে first appeared on KolkataTV.
The post সদ্যোজাতর দেহ উদ্ধার হাসপাতালের শৌচালয় থেকে appeared first on KolkataTV.