কাবুল: আফগানে শুরু তালিবান রাজ। নতুন মন্ত্রীসভার সদস্যদের নাম ঘোষণা করেছে তালিবরা। সেই তালিকা অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব পেয়েছেন সিরাজুদ্দিন হক্কানি (Sirajuddin Haqqani)। কে এই হক্কানি? একটু ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, আমেরিকার ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (FBI) এর মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকায় নাম রয়েছে এই হক্কানির। সে আজ আফগানিস্তানের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী। নতুন তৈরি মন্ত্রকের তালিকা দেখে তাজ্জব রাজনৈতিক নেতারা।
সিরাজুদ্দিন হক্কানির পরিচয় ?
সিরাজুদ্দিন হক্কানি বিশ্বে সন্ত্রাস সৃষ্টিকারী হক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতার ছেলে। এফবিআই –এর ওয়েবসাইটে এই জঙ্গি সম্পর্কে লেখা আছে, আমেরিকার বিদেশ মন্ত্রক ৫ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল এই নেতাকে ধরার জন্য। হক্কানি কখনও পাকিস্তানে কখনও উত্তর ওয়াজিরিস্তানের মিরান শাহ এলাকাতে আত্মগোপন করে থেকেছে। বরাবরই এই নেতা জঙ্গি গোষ্ঠী আল কায়দা এবং তালিবদের সঙ্গে যোগাযোগ রেখে গেছে।
সিরাজুদ্দিন হক্কানি, যার মাথার দাম ৫ মিলিয়ন মার্কিন ডলার
২০০৮ সালের জানুয়ারি মাসে কাবুলের এক হোটেলে হামলা সহ, আফগানিস্তানে মার্কিন ও জোট বাহিনীর সঙ্গে যুদ্ধে বিপক্ষের হয়ে লড়াই চালিয়ে গেছে গেছে এই জঙ্গি নেতা। হোটেলের হামলায় ৬ জন মারা যান তার মধ্যে আমেরিকার নাগরিকরাও ছিলেন। মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে লেখা এমনকি ২০০৮ সালে আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের হত্যার পেছনেও হক্কানির হাত ছিল। এই হক্কানি নেটওয়ার্ক বহুদিন ধরে আল কায়দার সঙ্গে যুক্ত হয়ে নানা আত্মঘাতী হামলা চালিয়েছে। কোনওরকম সন্ত্রাসের সঙ্গে যুক্ত সেরকম কাউকে মন্ত্রীসভায় ঠাঁই দিতে বারণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
আরও পড়ুন: শরিয়া আইন মেনে প্রথম মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা তালিবানের
হক্কানিকে ঠাঁই দেওয়া নিয়ে তালিবানের মুখপাত্র মুজাহিদ জানিয়েছেন, নতুন ক্যাবিনেট তৈরিই হয়েছে বিভিন্ন দলের লোকেদের নিয়ে। তাঁরা বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছেন। কাবুল দখল করার পর থেকেই তালিবানরা আগের মৌলবাদী চিন্তাধারা থেকে সরে এসেছে তা প্রমাণের মরিয়া চেষ্টা চালাচ্ছে। কিন্তু তাদের কাজকর্মে আসল রূপ প্রকাশ হয়েছে বার বার। সিরাজুদ্দিন হক্কানির মতো মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে মন্ত্রী তালিকায় ঠাঁই দেওয়ায় ভবিষ্যতে আফগানিস্তানে কতটা শান্তির পরিবেশ থাকবে তা নিয়ে বড় প্রশ্ন উঠে গিয়েছে।
আরও পড়ুন: আফগানিস্তান নিয়ে রাশিয়ার নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক দোভালের