নীরজ চোপড়া| ভারতীয় ক্রীড়া বিশ্বে এখন অন্যতম উজ্জবল নাম| টোকিওয় তাঁর হাতেই শাপমোচন ভারতীয় অ্যাথলেটিক্সের| স্বাধীনতার পর প্রথম অ্যাথলিট হিসাবে অলিম্পিকের মঞ্চে সোনা জিতে ইতিহাসের পাতায় এখন নীরজ চোপড়া|
গোটা দেশ এখন তাঁকে নিয়ে গর্বিত| হবে নাই বা কেন, তাঁর জ্যাভলিনেই যে সোনা ফলেছে টোকিওর মাটিতে| হরিয়ানার পানিপথের নীরজ চোপড়া এখন গোটা দেশের নয়নের মণি|
২০১৬ সাল থেকে শুরু হওয়া যাত্রাটা অবশেষে শেষ হল ২০২১ সালের টোকিওতে| ২০১৬ সালের এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপে প্রথম পদক| তবে সেটা ছিল রুপো| সেই বছরই বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন তিনি|
২০১৭ সালের সাফ গেমস বং এশিয়ান চ্যাম্পিয়নশিপেও সোনার পদক ওঠে তাঁর গলায়| নজর কাড়তে শুরু করেছিলেন তখন থেকেই| এরপরই ২০১৮ সালের কমনওয়েলথে সোনা জয়| নীরজ চোপড়াকে ঘিরে প্রত্যাশার পারদটা বোধহয় সেই সময় থেকেই চড়তে শুরু করেছিল|
সেই বছরই এশিয়ান গেমসে রেকর্ড গড়ে সোনা জয়| অপেক্ষা ছিল অলিম্পিকের মঞ্চে সাফল্যের| ৭ অগস্ট টোকিও অলিম্পিকে গোটা দেশের স্বপ্নপূরণ করলেন তিনি| জিতে নিলেন সোনার পদক|
আর তাতেই মুগ্ধ গোটা দেশ| নীরজ চোপড়ার কীর্তিতে মুগ্ধ প্রধানমন্ত্রী| ট্যুইট করে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তিনি|
History has been scripted at Tokyo! What @Neeraj_chopra1 has achieved today will be remembered forever. The young Neeraj has done exceptionally well. He played with remarkable passion and showed unparalleled grit. Congratulations to him for winning the Gold. #Tokyo2020 https://t.co/2NcGgJvfMS
— Narendra Modi (@narendramodi) August 7, 2021
নীরজের কীর্তিতে মুগ্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও| টোকিওয় ইতিহাস লেখা হল আজ| ট্যুইট করে শুভেচ্ছা জানান তিনি| ট্যুইট করেন রাষ্টরপতি রামনাথ কোবিন্দও|
History has been scripted!
Beyond proud of Javelin thrower @Neeraj_chopra1 for winning the Gold Medal at the #Olympics2020!
Today, the entire nation shall rejoice in this glorious victory! Many, many Congratulations to you!
— Mamata Banerjee (@MamataOfficial) August 7, 2021
আপ্লুত সচিন তেন্ডুলকর| ভারতীয় ক্রীড়া ইতিহাসে এই দিন অন্যতম উজ্জ্বল বলেই মনে করছেন তিনি| অভিনব বিন্দ্রাও উচ্ছ্বসিত| তাঁরপর দ্বিতীয় ভারতীয় হিসাবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন নীরজ চোপড়া| তাঁকে সোনার ক্লাবে স্বাগত জানিয়েছেন আরেক সোনাজয়ী বিন্দ্রা|
And Gold it is for @Neeraj_chopra1 .Take a bow, young man ! You have fulfilled a nation's dream. Thank you!
Also, welcome to the club – a much needed addition! Extremely proud. I am so delighted for you.— Abhinav A. Bindra OLY (@Abhinav_Bindra) August 7, 2021
नीरज ने जैवेलिन को पहुंचाया सूरज तक!
India shines brighter today because of you, Neeraj.
Your javelin carried the tricolour ?? all the way and made it flutter with the pride of every Indian.
What a moment for Indian sport!#Olympics #Tokyo2020 #Athletics #Gold pic.twitter.com/FZ52Ti6EZc
— Sachin Tendulkar (@sachin_rt) August 7, 2021
গোটা দেশ এখন নীরজের ফেরার অপেক্ষায়| সোনার ছেলেকে নিয়ে শুরু হয়ে গিয়েছে উতসব|