ওয়াশিংটন : আমেরিকা (America) কি সত্যিই আফগানিস্তান পুনর্গঠনে ইচ্ছুক ছিল ? বছরের পর পর ধরে যে বিপুল টাকা আমেরিকা আফগানিস্তানের (Afghanistan) পুনর্গঠনের নামে খরচ করেছিল, তা গেল কোথায় ? সোজা কথায় এর উত্তর হল… সেই টাকার নব্বই শতাংশ ঘুর পথে আমেরিকায় ফিরে গিয়েছিল । কারণ, সেনাদের পোশাক থেকে শুরু করে রাস্তা তৈরির বরাত দেওয়া সংস্থা বা আফগান সেনাকে প্রশিক্ষণ প্রদানকারী সংস্থা— সবই আমেরিকার । যারা বিপুল পরিমান মার্কিন ডলারের (US Dollar) বিনিময়ে তাদের সেবা প্রদান করেছে । এই অর্থ তারা স্বাভাবিক ভাবেই পেয়েছে আমেরিকা আফগানিস্তানের পুনর্গঠনে যে ডলার দিয়েছে, তার থেকেই । অতএব, মার্কিন ডলার ঘুর পথে সেই আমেরিকাতেই চলে গিয়েছে বছরের পর বছর ধরে ।
আরও পড়ুন: আফগান সেনাদের মুণ্ডু কেটে শাস্তি দিচ্ছে তালিবান!
দেখা গিয়েছে, আমেরিকা আফগানিস্তানের জন্য যে অস্ত্র ভাণ্ডার গড়েছিল তার মূল্য ছিল প্রায় ২৮০ কোটি ডলার । ২০০২ থেকে ২০১৭ সালের মধ্যে অস্ত্র ভাণ্ডারের জন্য দেওয়া এই অর্থের পাশাপাশি সেনার প্রশিক্ষণ ও উন্নতির কাজে প্রায় ৮৩০ কোটি ডলার খরচ করেছিল আমেরিকা। ক্ষমতা দখলের পর এই বিপুল যুদ্ধ-সরঞ্জাম দখল করেছে তালিবান । দু’হাজার অস্ত্রবাহী গাড়ি, হামভি, যুদ্ধবিমান, হেলিকপ্টার (যেমন, ব্ল্যাকহক হেলিকপ্টার), স্ক্যান ইগল ড্রোন ও বিমান, এ সবই এখন তালিবানি দখলে । ২০০১ থেকে ২০২১ সালের মধ্যে আমেরিকা ৯৪৬ বিলিয়ন মার্কিন ডলার (৯৪ হাজার ৬০০ কোটি ডলার মার্কিন ) বিনিয়োগ করেছিল আফগানিস্তান পুনর্গঠনে। কিন্তু, ৮১৬ বিলিয়ন, বলা ভাল দেশের ৮৬ শতাংশ মানুষের হদয় জয় করতে পারেনি এই মূল্য। নিরাপত্তা খাতে যে বিপুল অর্থ বিনিয়োগ করা হয়েছিল, তাও দেশের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারেনি ।
২০০১ সালে লাদেন বাহিনীর বিমান হানার পর পরই আমেরিকা আফগানিস্তানের মাটি থেকে জঙ্গি কার্যকলাপ ধ্বংস করার কাজ শুরু করে । পরবর্তীতে যে সব সংস্থাকে তারা আফগানে ব্যবসা করতে নিয়ে আসে– তার সিংহভাগই আমেরিকার । আফগান সেনাদের প্রশিক্ষণের দায়িত্ব যে সব সংস্থাকে একের পর এক দেওয়া হয়েছিল, সে গুলিও মার্কিন । স্বাভাবিক ভাবেই বিপুল অর্থ সেই চলে গিয়েছে মার্কিনমুলুকে । যুক্তরাষ্ট্র আফগানিস্তানের পুনর্গঠনে যত টাকা খরচ করেছে তার ৬০ শতাংশের বেশি খরচ করেছে আফগান সেনা এবং নিরাপত্তা বাহিনী গঠনে। গত বছর পর্যন্ত এই খাতে যুক্তরাষ্ট্রের মোট খরচ ছিল প্রায় ৮ হাজার ৯০০ কোটি ডলার । এ বছর বাড়তি ৩৩০ কোটি ডলারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আফগান সেনাবাহিনীকে।
আরও পড়ুন: ভয়কে জয় করে কাবুল বিমানবন্দরে কাজে যোগ ১২ সাহসিনীর
বেশির ভাগ অর্থ ব্যয় করা হয়েছে জঙ্গি বিরোধী অভিযানে এবং মার্কিন সেনাদের খাদ্য, পোশাক, চিকিৎসা, বিশেষ ভাতা এবং অন্য সুবিধার জোগান দিতে। আফগানিস্তানে যে অর্থ ব্যয় করা হয়েছে তার ১৬ শতাংশ বা প্রায় ১৩৭ বিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে পুননির্মাণ প্রচেষ্টায় । এর অর্ধেক ব্যয় করা হয়েছে আফগান নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে । বাকি অর্থ ব্যয় করা হয়েছে শাসন এবং অবকাঠামো বিনির্মাণ, অর্থনৈতিক ও মানবিক সহায়তা এবং মাদক বিরোধী পদক্ষেপ গ্রহণে। কিন্তু, পুরো কাজটাই করেছে আমেরিকার সংস্থা ।
আর এ ভাবে মার্কিন ডলার আফগান মাটি ঘুরে ফের আমেরিকায় পৌঁছে গিয়েছে ।