চিন: বিশ্বের সবথেকে জনবহুল দেশ চিনের (China) মানুষের মধ্যে বিয়ে (Marriage)করার প্রবণতা ক্রমেই কমছে। দেশটিতে বিবাহের পরিসংখ্যান রেকর্ড শুরু হওয়ার পর থেকে গত বছর বিবাহের রেকর্ড ছিল সর্বনিম্ন। চিন প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দশ বছর ধরে চিনে বিবাহের হার ক্রমাগত কমতে কমতে গত বছর সর্বনিম্ন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে। গত বছর রেকর্ড সংখ্যক কম বিয়ে হয়েছে।
সম্প্রতি সে দেশের ‘ন্যাশনাল বুর্যো অব স্ট্যাটিসটিক্স’-এর প্রকাশিত একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে, ২০১৩ থেকে ২০১৯ সালের মধ্যে প্রথম বার বিয়ে করছেন, এমন মানুষের সংখ্যা কমেছে ৪১ শতাংশ। কিন্তু বিয়ে করতে এত অনীহা কেন সে দেশের মানুষের? জানা যাচ্ছে, দাম্পত্য জীবনে প্রবেশে বিমুখতার মূল কারণ গার্হস্থ্য হিংসার প্রতি ভয়। এ ছাড়া জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস, লিঙ্গ বৈষম্যের মতো কারণও রয়েছে।
আরও পড়ুন:SCO-Modi | পাকিস্তান, চীনকে সন্ত্রাস নিয়ে দ্বিচারিতা বন্ধ করতে হবে: মোদি
প্রসঙ্গত, দিনকয়েক আগেই চিনের সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিয়ো। তাতে দেখা যায়, এক মহিলার উপর দিয়ে বার বার গাড়ি চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। এক সময় গাড়ি থামিয়ে ওই ব্যক্তি দেখার চেষ্টা করছেন, তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে কি না। পরে জানা যায়, বিবাবিত জীবনে নানা অশান্তির কারণেই তিনি এমন করেছিলেন। এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে চিনের পুলিশ।