মেক্সিকো সিটি: এলিয়েন (Alien) অর্থাৎ ভিনগ্রহী প্রাণী নিয়ে নানাবিধ দাবি উঠলেও এখনও পর্যন্ত তার সত্যতার অমিল। কিন্তু মেক্সিকো কংগ্রেস (Mexico Congress) যে প্রদর্শনীর ব্যবস্থা করেছে তা দেখলে কী বলবেন? সেই প্রদর্শনীর ছবি এবং ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আবারও সেই প্রশ্ন উঠছে, তাহলে কি মহাবিশ্বে আমরা একা নই?
কী দেখানো হল মেক্সিকো সিটির প্রদর্শনীতে?
আরও পড়ুন: সুদূর গ্রহে জলের সন্ধান, রয়েছে কার্বন অণু! প্রাণের সংকেত নিয়ে আশাবাদী বিজ্ঞানীরা
Mexico’s Congress just unveiled two dead aliens estimated to be around 1,000 years old. What do you think? pic.twitter.com/Zr7z4FKenS
— Kage Spatz (@KageSpatz) September 13, 2023
দুটি মৃতদেহ, দেখতে মানুষের মতো নয়, সরু দেহ, হাতে তিনটি আঙুল এবং শরীরের তুলনায় মাথা বড়। দাবি করা হয়েছে, ও দুটি ভিনগ্রহীদের মৃতদেহ। ১০০০ বছরের পুরনো সেই মৃতদেহ জীবাশ্মে (Fossil) পরিণত হয়েছে। কাচ দিয়ে ঢাকা দুটি বাক্সে ওই অদ্ভুত দুটি জিনিস পেশ করেছেন সাংবাদিক এবং ইউফোলজিস্ট (Ufologist) জেইমে মসান। আমেরিকানস ফর সেফ এরোস্পেস-এর এগজিকিউটিভ ডিরেক্টর এবং প্রাক্তন মার্কিন নৌসেনা রায়ান গ্রেভসও হাজির ছিলেন সেই অনুষ্ঠানে। বলা হচ্ছে, পেরুর কুকসুতে পাওয়া গিয়েছে এই দুই ‘দেহ’।
These are the actual slides shared at the Mexico UAP hearings today ?#ufotwitter pic.twitter.com/Z81laHWfSr
— Mindfuloflight (@mindfuloflight) September 13, 2023
সান লাজারো (San Lazaro) বিধানসভা প্রাসাদের দাঁড়িয়ে মসান বলেন, এই দুটি নমুনা পৃথিবীর বিবর্তনের অন্তর্গত নয়। ইউফোর ধ্বংসস্তূপে এদের পাওয়া যায়নি। এদের পাওয়া গিয়েছে খনিতে এবং পরে জীবাশ্মে রূপান্তরিত করা হয়েছে। এই প্রদর্শনীতে ভিনগ্রহী এবং ইউফো নিয়ে একাধিক ভিডিও সম্প্রচার করা হয়।
মসান এও বলেন, অ-মনুষ্য প্রযুক্তি এবং অ-মনুষ্যের অস্তিত্ব সম্পর্কে মানুষের জানার অধিকার আছে। আমরা এমন বিষয় নিয়ে কথা বলছি যা মানবতার বন্ধন সুদৃঢ় করে, মানুষকে আলাদা করে না। এই বিশাল ব্রহ্মাণ্ডে আমরা একা নই, আমাদের সেই সত্য গ্রহণ করা উচিত। নতুন এই ছবি ভিডিও নিয়ে ভিনগ্রহীর অস্তিত্ব দাবি করা লোকজনের মধ্যে তুমুল উৎসাহের সঞ্চার হয়েছে। তবে জানিয়ে রাখা ভালো, এই জেইমে মসান এর আগেও ভিনগ্রহী নিয়ে অনেক কিছু দাবি করেছিলেন যা উড়িয়ে দেওয়া হয়েছে।