ক্যালিফোর্নিয়া: আবারও কর্মী ছাঁটাইয়ের পথে বহুজাতিক সংস্থা মেটা (Meta)। মে মাসেই অন্তত ৬০০০ কর্মী চাকরি হারাতে চলেছেন বলে খবর। মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স সভাপতি নিক ক্লেগ এ কথা এক বৈঠকের মাধ্যমে কর্মীদের জানিয়ে দিয়েছেন। অবশ্য এই ঘোষণা মোটামুটি প্রত্যাশিতই ছিল, কারণ মেটার সিইও মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) আগেই জানিয়েছিলেন, ২০২৩ সালের মে মাসে কর্মী ছাঁটাই হবে।
জানা গিয়েছে, অন্তত ৬০০০ কর্মী ছাঁটাই হবে এ মাসের শেষেই। গত বছরের নভেম্বর মাসে একসঙ্গে ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল জুকারবার্গের সংস্থা। চলতি বছরের মার্চে ঘোষণা করা হয়েছিল, ভবিষ্যতে আরও ১০ হাজার কর্মীকে তাড়ানো হবে। সেই মতো চার হাজার কর্মী ইতিমধ্যেই ছাঁটাই হয়েছে। এবার বাকি ছয় হাজারের পালা।
ক্লেগ জানিয়েছেন, পরের সপ্তাহেই আসতে চলেছে তৃতীয় ঢেউ। বিজনেস টিমগুলোর প্রত্যেকটিই তাতে ক্ষতিগ্রস্ত হতে চলেছে। এমনকী ক্লেগের নিজের টিমেও গণ ছাঁটাইয়ের প্রভাব পড়বে। সভাপতি বলেন, এ এক গভীর অনিশ্চয়তা এবং উদ্বেগের সময়। ভালো হত যদি সান্ত্বনা দেওয়ার কোনও সহজ রাস্তা জানা থাকত আমার। প্রকৃতপক্ষে এই অনিশ্চয়তার সময়েও প্রত্যেকে যেভাবে পেশাদারিত্ব এবং দৃঢ়তা দেখিয়েছেন তার আমি প্রশংসা করি।
আরও পড়ুন: Sudan Civil War | যুদ্ধের আতঙ্ক কাটছেই না, ঘুম ভেঙে চিৎকার সুদান থেকে মিশরে পালানো শিশুর
সূত্রের খবর, খুব শীঘ্রই মেটা সংস্থার শীর্ষপদে থাকা কর্তারা কর্মীদের নোট পাঠাবেন। তাতে জানানো থাকবে ঠিক কবে থেকে ছাঁটাই প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং কোন কোন টিম এতে ক্ষতিগ্রস্ত হবে। যে সমস্ত কর্মী কাজ হারাতে চলেছেন তাঁদের কাছে সেই মর্মে ই-মেল পাঠানো হবে।
প্রশ্ন হল, এখানেই কি শেষ হতে চলেছে মেটা সংস্থার ছাঁটাই প্রক্রিয়া, নাকি ভবিষ্যতে আরও কর্মী কাজ হারাবেন। মেটার সিটিও অ্যান্ড্রু বসওয়ার্থ বলছেন, আমাদের কিছু পরিকল্পনা করা নেই। লক্ষ্য হল কাজ চালিয়ে যাওয়া যা আমরা এতদিন ধরে করে এসেছি এবং এগিয়ে যাওয়া। তবে আর্থিক পরিস্থিতির কথা বলতে পারব না, আমি ভবিষ্যৎ জানি না।