জোহানেসবার্গ: শহরের একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ (South Africas Johannesburg) শহরে এক পাঁচতলা বিল্ডিংয়ে বৃহস্পতিবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শহরের পুর প্রশাসন সূত্রের খবর, এখনও পর্যন্ত বাচ্চা সহ ৭৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় আহত হয়েছেন ৪৩ জন। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। তাই অগ্নিকাণ্ডের জেরে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আপাতত আগুন নিয়ন্ত্রণে রয়েছে। যদিও ওই বহুতলে কীভাবে আগুন লাগল তার কারণ জানা যায়নি।
বৃহস্পতিবার ভোরবেলা স্থানীয় সময় ১.৩০ মিনিট নাগাদ দক্ষিণ আফ্রিকার জোহনেসবার্গে ওই বিল্ডিংয়ে আগুন লাগে। ঘটনার পরই দ্রুত খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দমকলকর্মী, বিপর্যয় মোকাবিলা কর্মীরা। তারপরই ওই বহুতল থেকে বাসিন্দাদের উদ্ধার শুরু করে। অগ্নিদগ্ধ ওই বহুতলে ভিতরে এখনও অনেকে আটকে রয়েছেন বলেই অনুমান উদ্ধারকারীদের। তবে আগুন নেভানোর কাজ শেষ হওয়ার আগেই ৭৩ জনের মৃত্যু হয়। বহুতলের ভিতর থেকে বের করে আনা হয় তাঁদের মৃতদেহ। সেই সঙ্গে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৪৩ জনকে। ধোঁয়ার জন্য অনেকের শ্বাস কষ্টের সমস্যাও দেখা দিয়েছে। আপাতত তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: পুরুষ ও মহিলা ক্রিকেটারদের সম পরিমাণ ম্যাচ ফি, ঘোষণা ইসিবি-র
#JoburgUpdates Firefighters , @CityofJoburgEMS are currently attending to a building on fire in the Joburg CBD corner Delvers and Alberts street .Ten people confirmed dead and multiple patients treated on scene transported to various health care facilities for further medical… pic.twitter.com/OZTrajIbAq
— City of Joburg (@CityofJoburgZA) August 31, 2023
এই ঘটানর ওকটি ভিডি সামাজিক মাধ্যমে প্রকাশ হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে গোটা বহুতলকে। কালো ধোঁয়ায় ছেকেছে আকাশ। যুদ্ধকালীনি তৎপরতায় আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছে দমকলকর্মীরা। স্থানীয়দের মতে গত কুড়ি বছরে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেনি জোহানেসবার্গে। সূত্রের খবর, বেআইনিভাবে অনেকেই ওই বহুতলে বসবাস করতেন দীর্ঘদিন ধরে। নানা অসামাজিক কাজও চলত। উদ্ধারকারীরা জানিয়েছেন, এখনও আরও বহু মানুষ আটকে রয়েছেন বহুতলের ভিতরে। আগুন নিয়ন্ত্রণে আসার ফলে প্রত্যেকটি এলাকায় খুঁজে দেখছেন তাঁরা। বহুতলে কী করে আগুন লাগল তা জানা যায়নি আগুন লাগার কারণ খুঁজতে তদন্ত হবে বলে জানিয়েছেন তাঁরা।