ক্যালিফোর্নিয়া: ফের বন্দুকবাজের হামলা আমেরিকায় (America)। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। মৃতদের মধ্যে হামলাকারী বন্দুকবাজও রয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন প্রায় ৬ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে (Hospital) পাঠানো হয়েছে। বুধবার রাতে ক্যালিফোর্নিয়ার (California) অরেঞ্জ কাউন্টিতে একটি বারের বাইরে এই গুলি চালনার ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে পানাশালায় এসেছিলেন অভিযুক্ত অবসরপ্রাপ্ত এনফোর্সমেন্ট আধিকারিক। স্ত্রীর সঙ্গে অশান্তির জেরে ক্যালিফোর্নিয়া শহরের অন্যতম প্রাচীন পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি চালান ওই ব্যক্তি। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছয় অরেঞ্জ কাউন্টি শেরিফের নিরাপত্তারক্ষীরা। নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই চলে তাঁর। গুলির লড়াইয়ে সন্দেহভাজনেরও মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:সব থানার সিসি টিভি যেন ঠিক থাকে, ডিজিকে নির্দেশ হাইকোর্টের
এফিবিআই জানিয়েছে, বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে ৬ জনের। মোট ১১ জন গুলিবিদ্ধ হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।তাঁদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এখনও ৬ জন চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। নতুন বন্দুকবাজের হামলার আমেরিকার অস্ত্র আইন ফের প্রশ্নের মুখে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে এফিবিআই