৬০ বছর না ঘুমিয়ে কাটিয়েছে ভিয়েতনামের ( Veitnam) ৮০ বছরের নাগরিক থাই নাগোক (Ngoc)। একটি ইন্টারভিউতে তিনি দাবি করেছেন, তাঁর ৮০ বছর বয়সে ৬০বছর কেটে জেগে। কিন্তু এটা কি সম্ভব?
তাঁর ইন্টারভিউ অনুযায়ী, তিনি শৈশবে জ্বরে আক্রান্ত হয়েছিলেন। সেটা ১৯৬২ সালের ঘটনা। চিকিৎসকেরা তাঁকে সুস্থ করে তোলেন। কিন্তু ওই এক জ্বর তার ঘুম কেড়ে নিয়েছে। নাগোকের বাড়ির আশেপাশে যারা থাকেন, তারাও কোনওদিন ৮০ বছরের মানুষটিকে ঘুমোতে দেখেননি। অনিদ্রার কারণে মানুষের স্বাস্থ্য ভেঙে পড়ে। খাওয়া-দাওয়ায় কমে যায়। শরীরে ক্লান্তির ছাপ পড়ে। কিন্তু এই ব্যক্তি বেশ সুস্থ। শারীরিক এবং মানসিক দিক থেকেও। এমনকী হার্টও সচল। মেরুদণ্ড টানটান। সব কিছু ঠিকঠাক।
তিনি রোজ বিছানায় যান, চোখ বন্ধ করেন। কিন্তু তাঁর ঘুম আসে না। তাঁর মস্তিষ্কে কিছু না কিছু চলতে থাকে এবং ঘুম পুরো হতে পারে না। হাজার রাত তিনি এভাবে কাটিয়ে দিয়েছেন। ভিডিওতে জানাচ্ছেন যে তিনি দেশি মদ তৈরির কাজ করেন এবং রাত্রি দুটো তিনটে পর্যন্ত ডিউটি করেন। তিনি আরও জানিয়েছেন, প্রতি নিয়ত রুটিন মেনে চলেন তিনি। চাষাবাদ, ঘোড়া ফেরা সমস্ত কাজই করেন রুটিন মেনে। খেতে পছন্দ করেন গ্রিন টি এবং রাইস ওয়াইন।
এক্সপার্টরা জানাচ্ছেন যে এই রোগের নাম ইনসমনিয়া বা অনিদ্রা। এর কারণে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর খুব খারাপ প্রভাব পড়তে পারে। কিন্তু এনজকের অবশ্য তেমন কোনও শারীরিক সমস্যা নেই। বাইরে থেকে দেখেও তাকে অসুস্থ বলে মনে হয় না। তিনি দিব্যি সুস্থ সবল বলে দেখা যাচ্ছে।