কলকাতা টিভি ওয়েব ডেস্ক: করোনা আক্রান্ত হলেন ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)। পিএসজির (PSG) তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মেসিসহ পিএসজির মোট চারজন খেলোয়ার করোনা আক্রান্ত হয়েছেন। তাঁদের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁরা ছাড়াও ইউরোপের একাধিক ক্লাবের একাধিক ফুটবলার করোনা সংক্রমিত হয়েছেন।
চলতি মরসুমেই বার্সেলোনা ছেড়ে পিএসজি-তে যোগ দেন লিওনেল মেসি। আগামিকাল সোমবার পিএসজি-র খেলা রয়েছে ফরাসি কাপে। তৃতীয় ডিভিশনের দল ভানেসের বিরুদ্ধে খেলার কথা মেসিদের। ফলে, সেই ম্যাচ খেলা হবে কি না তা এখনও জানা যায়নি। সংশয় রয়েছেই।