তেল আভিভ: যুদ্ধের ময়দানে ইজরায়েলি বাহিনীকে মাথা তুলে দাঁড়াতে দিচ্ছে না লেবাননের সসস্ত্র বাহিনী হিজবুল্লা। ইজরায়েলের ব্যাপক হামলা সত্ত্বেও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে তারা। ইজরালের উপর চলছে লাগাতার রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা। এতেই গুরুতর ক্ষতির মুখে ইজরায়েলের একটি কারখানা।
আরও পড়ুন: লেবাননের টায়ারে ইজরায়েলি হামলা
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, একের পর এক ড্রোন হামলার ফলে ইজরায়েলের উত্তরের এক কারখানায় ব্যাপক আঘাত হানে হিজবুল্লা। ধ্বংস হয়ে যাওয়া সেই কারখানা বিমানের যন্ত্রাংশ তৈরি করে। মঙ্গলবারও লেবানন থেকে সারফেস ওয়ান ও টু দুটি বিস্ফোরক ছুড়েছে হিজবুল্লা।
আকাশ হামলার পাশাপাশি চলছে স্থল হামলা। এই হামলার মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭০-এর বেশি। আর আহতে সংখ্যা ৭৫৬ ছাড়িয়েছে। ইজরায়েলি সেনা সূত্রে খবর, ইতিমধ্যেই অনেক সেনার মারা গিয়েছে। হিজবুল্লা খুঁচিয়ে এখন হাড়ে হাড়ে বুঝতে পারছে ইজরায়েল।
দেখুন আরও খবর:
The post ইজরায়েলি বিমান কারখানায় ড্রোন কারখানায় হিজবুল্লার হামলা first appeared on KolkataTV.
The post ইজরায়েলি বিমান কারখানায় ড্রোন কারখানায় হিজবুল্লার হামলা appeared first on KolkataTV.