কোরিয়া: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কাছে পথচারীদের উপর ভয়াবহ হামলা। জানা গিয়েছে, এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ১ জন। তবে গুরুতর আহত ১৩ জন। বৃহস্পতিবার এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল দক্ষিণ কোরিয়া। ঘটনাটি ঘটেছে রাজধানী সিওলের সিওল থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণের শহরের সিওংনামের সিওহিয়েন পাতালরেল স্টেশনের কাছে। এলাকাটি অত্যন্ত জনবহুল বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, এই ঘটনার রিপোর্ট দায়ের করার ১০ মিনিটের মধ্যেই পুলিশ আততায়ীকে গ্রেফতার করেছে। তার বয়স কুড়ির কোঠায়। পণ্য ডেলিভারির কাজ করে সে। তার কিছু মানসিক স্বাস্থ্যগত সমস্যা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রশাসন জানিয়েছে, নয়জনকে ছুরিকাঘাত করা হয়েছে এবং অন্য পাঁচজন আহত হয়েছেন গাড়ির ধাক্কায়। আহত ১৪ জনের মধ্যে ১২ জনের আঘাত ছিল গুরুতর। তাদের মধ্যে এক ৬০ বছর বয়সী প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। বাকিদের হাসপাতালে চিকিৎসা চলছে।
কয়েকদিন আগেই সিওলে আরও একটি ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছিলেন। এদিনের ঘটনার পর, দক্ষিণ কোরিয় পুলিশ, নাগরিকদের এই ধরনের হামলার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। পুলিশকর্মীদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরপর দুটি ছুরিকাঘাতের ঘটনা ঘটার ফলে, আরও কেউ এই ধরনের হামলার নকল করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।