লন্ডন: সদ্য রাজ্যাভিষেক হয়েছে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের। কিন্তু জানেন কি তাঁর সম্পদের পরিমাণ কত? এই নিয়ে অবশ্য শুরু হয়ে গিয়েছে আলোচনা। জানা যাচ্ছে, ব্যক্তিগত সম্পদের নিরিখে ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথকে (Elizabeth II) টপকে গেলেন তাঁর পুত্র ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস (King Charles III Net Worth)। রানির প্রায় দ্বিগুণ সম্পত্তি রয়েছে ব্রিটেনের বর্তমান রাজার। সানডে টাইমস সূত্রে খবর, বর্তমানে ব্রিটেনের রাজার সম্পত্তির পরিমাণ প্রায় ৬ হাজার ১০০ কোটি টাকা। সেখানে গত সেপ্টেম্বর পর্যন্ত রানি এলিজাবেথের সম্পত্তির পরিমাণ ছিল ৩ হাজার ৮০০ কোটি টাকা।
উল্লেখ্য, রানি এলিজাবেথের মৃত্যুর পর চলতি মাসে রাজা হিসাবে অভিষেক হয়েছে ৭৪ বছর বয়সি তৃতীয় চার্লসের। তিনিই ব্রিটিশ রাজ পরিবারের ইতিহাসে বর্তমানে প্রবীণতম ব্যক্তি। আর রাজমুকুট মাথায় ওঠার পরপরই তাঁর সম্পত্তি নিয়ে চর্চা শুরু হয়ে গেল। তাঁর যে সমস্ত সম্পদের হদিশ মিলেছে, তার মধ্যে স্যান্ড্রিংহাম প্রাসাদ এবং বালমোরাল প্রাসাদ চর্চার কেন্দ্রবিন্দুতে। আগে ওই স্যান্ড্রিংহাম প্রাসাদের মূল্য ছিল ৫৬৭ কোটি টাকা। কিন্তু বর্তমানে সেই প্রাসাদের দামই বেড়ে দাড়িয়েছে ২৫০০ কোটি টাকা। বালমোরাল প্রাসাদের দাম দাঁড়িয়েছে ৬১৯ কোটি টাকায়।
আরও পড়ুন: Aditya Singh Rajput | Death | টেলি অভিনেতা আদিত্য সিং রাজপুতের রহস্য মৃত্যু
উল্লেখ্য, গত ৬ মে রানি দ্বিতীয় এলিজাবেথের দীর্ঘ ৭০ বছরের রাজত্বের অবসানের পর রাজা হিসেবে দায়িত্বভার নেন তৃতীয় চার্লস। ওই দিন ঘোড়ার গাড়িতে করে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে পৌঁছন রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনসর্ট ক্যামিলা। প্রার্থনার পর শপথবাক্য পাঠ করানো হয় তাঁকে। এরপরই চার্লসের হাতে তুলে দেওয়া হয় রাজদণ্ড ও রাজগোলক। চূড়ান্ত পর্বে তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন আর্চবিশপ ক্যান্টারবরি। গোটা দেশজুড়ে পালিত হয় নানা উৎসবও।