কাবুল: অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে, তা আগেই জানিয়ে দিয়েছিল আফগানিস্তানের নয়া সরকার। সেই অনুযায়ী কাজ শুরু করে দিয়েছে তালিবান। চার অপহরণকারীকে হত্যা করে তাদের নিথর দেহ ক্রেনে ঝুলিয়ে ঘোরান হল সমগ্র শহরে। যা দেখে শিউরে উঠেছে সমগ্র বিশ্ব।
ঘটনাটি আফগানিস্তানের হেরাত প্রদেশের। শনিবার সকালের দিকে সেখানে এক ব্যবসায়ী এবং তাঁর পুত্রকে অপহরণ করা হয়। সেই খবর পেতেই আসরে নামে আফগানিস্তানের নয়া সরকারের বাহিনী। সমগ্র শহর জুড়ে নাকা চেকিং করা হয়। অপহরণকারীদের অবস্থান জানার পরে অতিসক্রিয় হয়ে ওঠে তালিবান।
আরও পড়ুন- আমেরিকার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে, মার্কিন সফর শেষে দাবি মোদির
রাস্তার মাঝেই শুরু হয়ে যায় দুই পক্ষের গুলির লড়াই। বাহিনীর এক সদস্য সেই লড়াইতে জখম হয়। আর চার অপহরণকারী গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায়। তারপরেই সেই মৃতদেহ নিয়ে শুরু হয় তালিবানের তাণ্ডব। ক্রেনে করে ঝুলিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিয়ে যাওয়া হয় সেই সকল অপরাধীদের দেহ।
আরও পড়ুন- ভোট দিতে যাওয়ার জন্য নিজেদের উদ্যোগে সাঁকো নির্মাণ গ্রামবাসীদের
ওই সকল মৃতদেহের শরীরে একটি করে প্ল্যাকার্ড ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সেই প্ল্যাকার্ডে লেখা ছিল, “অপহরণকারীদের এই উপায়েই শাস্তি দেওয়া হবে।” এই ঘটনা নিয়ে সমগ্র বিশ্ব জুড়ে সমালোচনা শুরু হয়েছে। মানবাধিকার নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এই শাস্তিতে ভুল কিছু দেখছেন না হেরাত প্রদেশের গভর্নর মালওয়ালি সইর মিহাজির। তাঁর মতে, “এটা অপরাধীদের একটা বার্তা দেওয়া হল যে কোনও উপায়েই নয়া সরকার অপহরণের মতো কাজ বরদাস্ত করবে না।”