নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে গোটা বিশ্ব৷ করোনামুক্ত হোক ২০২২ সাল, এটাই প্রার্থনা সবার৷ ২০২০-র মতো ২০২১ সালেও দাপিয়ে বেরিয়েছে করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট৷ তবে এই অতিমারী পরিস্থিতির মধ্যেও দেশ-বিদেশে ঘটে গিয়েছে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা৷ আমেরিকার কাছে এ বছরটা ছিল ঘটনাবহুল৷ এই বছরই এক কৃষ্ণাঙ্গ মহিলাকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে পায় বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাস বলছে, এর আগে কখনও কোনও মহিলা ওই পদের জন্য নির্বাচিতই হননি৷ নজির সৃষ্টিকারী ওই মহিলা আর কেউ নন, ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস (Kamala Harris)৷
কমলা আধা ভারতীয়, আধা জামাইকান৷ ১৯৬৪ সালে তাঁর জন্ম৷ মা তামিল ব্রাহ্মণ৷ বাবা আফ্রিকান৷ তাই অ্যাফ্রো-আমেরিকান এবং ভারতীয় সংস্কৃতির মেলবন্ধনে বড় হয়ে ওঠা কমলার৷ ২০০৩ সালে তিনি সান ফ্রান্সিসকোর অ্যাটর্নি জেনারেল হিসাবে নিযুক্ত হন৷ ২০১০ সালে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হন৷ ২০১৬ সালে প্রত্যক্ষ রাজনীতিতে যোগ দেন তিনি৷ প্রথম কৃষ্ণাঙ্গ মহিলা সেনেটর হিসেবে ক্যালিফোর্নিয়া থেকেই নির্বাচিত হন কমলা৷ এখন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট৷
সম্প্রতি আরও একটি নজির গড়েছেন কমলা৷ স্বল্প সময়ের জন্য তাঁকে প্রেসিডেন্ট পদের ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল৷ সেই সময় হাসপাতালে চিকিৎসা চলছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের৷ চিকিৎসার জন্য বাইডেনকে অ্যানাস্থেশিয়া পদ্ধতির মধ্যে দিতে যেতে হয়৷ তাঁর জ্ঞান না ফেরা পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট পদের দায়িত্ব সামলান কমলা৷ দিনটি ছিল ১৯ নভেম্বর৷ সেদিন ১ ঘণ্টা ২৫ মিনিট আমেরিকার প্রেসিডেন্ট পদে ছিলেন কমলা হ্যারিস৷