সিয়াটেল: মার্কিন যুক্তরাষ্ট্রে জাহ্নবী কান্দুলা (Janhvi Kandula) মৃত্যুর ঘটনায় ভারতীয় কনস্যুলেটের কড়া প্রতিক্রিয়া দিয়ে তদন্তের দাবি করল। জাহ্নবীর পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়। ভারতীয় ওই ছাত্রীর মৃত্যু নিয়ে ঠাট্টা করার অভিযোগ ওঠে সিয়াটেলের এক পুলিশ কর্মীর বিরুদ্ধে। ছাত্রীর মৃত্যু নিয়ে মজা করা সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যার পর নিন্দার ঝড় ওঠে। ওই তরুণীর মৃত্যুতে হাসতে দেখা যায় মার্কিন পুলিশ কর্তাদের। সান ফ্রান্সিস্কোতে (San Francisco) ভারতের কনস্যুলেট জেনারেল ভারতীয় বংশোদ্ভূত মহিলা জাহ্নবী কান্দুলার মৃত্যুর তদন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
চলতি বছরের জানুয়ারি মাসে সেদেশে একটি পুলিশের টহল গাড়িতে ধাক্কা লেগে ভারতীয় বংশোদ্ভূত এক ছাত্রীর মৃত্যু হয়। গাড়িটি চালাচ্ছিলেন কেভিন নামের এক পুলিশ কর্মী। কেভিনের গাড়িতে ধাক্কা লেগে ছাত্রীর মৃত্যু হলেও বিতর্কের কেন্দ্রে আরেক পুলিশ কর্মী ড্যনিয়েল। গত সোমবার, সিয়াটল পুলিশের ওই টহলদারি বিভাগের কর্মকাণ্ড একটি ফুটেজ থেকে প্রকাশ্যে এসেছে।
ভিডিও ফুটেজে ২৩-বছরের জাহ্নবী কান্দুলার মৃত্যুর বিষয়ে ফোনে কথা বলতে শোনা যায়। পুলিশ কর্তাকে হাসতে হাসতে কথা বলতে শোনা যায়, সে মারা গিয়েছে। সে একজন সাধারণ লোক। ভিডিওটির শেষে, তাকে আবারও হাসতে হাসতে বলতে শোনা যায়, হ্যাঁ, শুধু একটি চেক লিখুন। ১১ হাজার ডলার। যা তাঁর বডি ক্যামেরায় রেকর্ড হয়। সেই ভিডিওই ভাইরাল হয়েছে। এই ভিডিও প্রকাশ্যে আসার পর সারা বিশ্বের ভারতীয়দের মধ্যে ক্ষোভের জন্ম নিয়েছে। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি করেছেন সান ফ্রান্সিস্কোতে ভারতের কনস্যুলেট জেনারেল।
আরও পড়ুন:Stadium Bulletin | এশিয়া কাপ ফাইনালে কি ভারত-পাকিস্তান হবে?
সানফ্রান্সিকোর ভারতীয় কনস্যুলেট তার এক্স হ্যান্ডেলে লেখেন, এই মর্মান্তিক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খ তদন্ত চাইছি। দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য সিয়াটেল এবং ওয়াশিংটনের কর্তৃপক্ষ ও ওয়াশিংটন ডিসি প্রশাসনের কাছে বিষয়টি তুলে ধরেছি।অনেকেই এখন এক্স হ্যান্ডেলে এই সব বিকৃত মানসিকতার মানুষদের কঠোর শাস্তি দেওয়া উচিত।
উল্লেখ্য, গাড়ি চালাচ্ছিলেন সিয়াটল পুলিশ অফিসার্স গিল্ডের ভাইস প্রেসিডেন্ট। গিল্ডের সভাপতি মাইক সোলানের সঙ্গে ঘটনার বিস্তারিত আলোচনা করতে শোনা যায় ওই ভিডিও ফুটেজে। জাহ্নবীর মৃত্যুতে ড্যানিয়েল অডারারকে ড্রাইভিং করার সময় অফিসার কেভিন ডেভের প্রভাব ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
Recent reports including in media of the handling of Ms Jaahnavi Kandula’s death in a road accident in Seattle in January are deeply troubling. We have taken up the matter strongly with local authorities in Seattle & Washington State as well as senior officials in Washington DC
— India in SF (@CGISFO) September 13, 2023