ক্যালিফোর্নিয়া: চার ঘণ্টার ‘গঠনমূলক’ আলোচনার শেষেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে (Chinese President Xi Jinping) ‘একনায়ক’ (Dictator) বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden)। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেটিভের (APEC) শীর্ষ সম্মেলনের ফাঁকে বিশ্বের দুই শক্তিধর রাষ্ট্রপ্রধান দীর্ঘ সময় ধরে বৈঠক করেন। ক্যালিফোর্নিয়ার (California) ফিলোলি এস্টেটে একান্ত আলোচনার পর বাইডেন এক সাংবাদিক সম্মেলনে বলেন, শি জিনপিং একজন একনায়ক। কারণ তিনি কমিউনিস্ট দেশের শীর্ষ নেতা। বাইডেন আরও বলেন, কমিউনিস্ট দেশ হল আমাদের মতো গণতান্ত্রিক দেশের থেকে সম্পূর্ণ আলাদা।
জিনপিং এবং বাইডেনের মুখোমুখি সাক্ষাৎ আন্তর্জাতিক মহলের বিশেষ চর্চার বিষয় ছিল। সেই সাক্ষাৎ যে সমুদ্রতট লাগোয়া ঐতিহাসিক বাগানবাড়িতে প্রায় চার ঘণ্টা ধরে চলবে, এমনটা কেউই প্রত্যাশা করেননি। এই একান্ত আলোচনায় দুই দেশ বেশকিছু চুক্তিতে সম্মত হয়েছে এমনকী ফের সামরিক সমঝোতা গড়ে তোলার বিষয়েও একমত হয়েছে।
একবছরের মধ্যে এই প্রথমবার মুখোমুখি হলেন শি-বাইডেন। তাঁদের মধ্যে এও ঠিক হয়েছে যে, যদি কোনও বিষয়ে কারও মধ্যে দ্বিধাদ্বন্দ্ব বা উদ্বেগের বিষয় থাকে, তাহলে যে কেউ সরাসরি ফোনে কথা বলে নেবেন। সমস্যা কথাবার্তার মধ্যেই মিটিয়ে ফেলবেন। বাগানে হাঁটাহাঁটির ছবি পোস্ট করে দুজনে বুঝিয়ে দিয়েছেন বিশ্ব অর্থনীতিতে প্রবল প্রতিপক্ষ হলেও এখন থেকে লড়াই করে ছিনিয়ে নেওয়ার মতো শত্রুতা আর রাখা হবে না।
বাইডেন বলেছেন, আমরা প্রত্যক্ষ, উন্মুক্তমনা, সোজাসাপটা যোগাযোগের সিদ্ধান্ত নিয়েছি। কোনও বিষয়ে ভুল বোঝাবুঝি দুপক্ষেরই সমস্যার। তাই এই আলোচনাকে গঠনমূলক এবং ফলপ্রসূ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এত কিছুর পরেও আপেক শীর্ষ সম্মেলনের শেষে জিনপিংকে একনায়ক বলে মন্তব্য করেন বাইডেন।