ফ্লোরিডা: প্রথম ‘এক্সোপ্ল্যানেট’ (Exoplanet) আবিষ্কার করল বিশ্বের বৃহত্তম এবং সবথেকে শক্তিশালী জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (James Webb Space Telescope)। এমন নয় যে এর আগে কোনও এক্সোপ্ল্যানেটের সন্ধান পাওয়া যায়নি। কাজে লাগার পর জেমস ওয়েব এই প্রথম একটি খুঁজে পেল। গবেষণা দলের প্রধান কেভিন স্টিভেনসন এবং জেকব লুস্টিগ-ইয়েগার এক বিবৃতিতে জানিয়েছেন, এলএইচএস ৪৭৫ বি (LHS 475 b) নামধারী এই এক্সোপ্ল্যানেটটি প্রায় পৃথিবীর আকারের। পৃথিবীর ব্যাসের ৯৯ শতাংশ ব্যাস সেটির।
এক্সোপ্ল্যানেট আসলে কী?
প্ল্যানেট (Planet) মানে গ্রহ আমরা জানি। সৌরজগতের (Solar System)আটটি গ্রহের মধ্যে পৃথিবীও একটি। কিন্তু আমাদের এই সৌরজগতের বাইরেও অসংখ্য অসংখ্য সৌরজগৎ রয়েছে। আমাদের সূর্যের মতো কোনও নক্ষত্রকে প্রদক্ষিণ করছে একাধিক গ্রহ। অন্য সৌরজগতের ওই সব গ্রহকেই বলা হয় এক্সোপ্ল্যানেট। এদের খালি চোখে দেখা অসম্ভব। কেবলমাত্র অতি শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমেই এদের অস্তিত্ব জানা সম্ভব।
আরও পড়ুন: Mahendra Singh Dhoni: নিজের নামে ক্যামেরা ড্রোন ‘ড্রোনি’ লঞ্চ করলেন মহেন্দ্র সিং ধোনি
স্টিভেনসন বলেন, গ্রহটি যে আছে তাতে কোনও সন্দেহ নেই। জেমস ওয়েব টেলিস্কোপের তথ্য তা প্রমাণ করছে। সেই সঙ্গে যেটা চমকপ্রদ বিষয় তা হল, এই গ্রহটিও আকারে ছোট পাথুরে জমিতে ভর্তি। ওয়াশিংটনে নাসার (NASA) সদর দফতরের অ্যাস্ট্রোনমি বিভাগের ডিরেক্টর মার্ক ক্ল্যাম্পিন বলেন, পৃথিবীর আকারের এবং পাথুরে গ্রহের আবিষ্কার আরও ভবিষ্যৎ সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। আমাদের সৌরজগতের বাইরের পৃথিবীর মতো গ্রহদের বুঝতে এগিয়ে নিয়ে যাচ্ছে জেমস ওয়েব, আর এটা সবে শুরু।
পৃথিবী থেকে ৪১ আলোকবর্ষ (Light Year) দূরে অবস্থিত এই এক্সোপ্ল্যানেট। পৃথিবীর থেকে এটি কয়েকশো ডিগ্রি বেশি উষ্ণ এবং দু’ দিনে তার কক্ষপথ পূর্ণ করে। গ্রহটি একটি রেড ডোয়ার্ফকে (Red Dwarf) প্রদক্ষিণ করে বলে মনে করা হচ্ছে।