ওয়েব ডেস্ক: পহেলগাম জঙ্গি হামলা (Pahalgam Terror Attack) এবং তাঁর পরিপ্রেক্ষিতে ভারতের প্রত্যাঘাতের আবহে এবার চীনের (China) ভূমিকা নিয়ে মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। এক জার্মান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি পাকিস্তানের (Pakistan) মদতদাতা হিসেবে চীনের ‘অস্পষ্ট’ ভূমিকা তুলে ধরেন। নাম না করেই জয়শঙ্কর বলেন, “আপনারা নিশ্চয় জানেন, পাকিস্তানের অস্ত্রভাণ্ডারের বড় অংশই এসেছে এক নির্দিষ্ট দেশ থেকে। আর এই দুই দেশ একে অপরের যথেষ্ট ঘনিষ্ঠ। বাকিটা আপনারাই বুঝে নিন।”
উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলায় নিহত হন ২৬ জন, যাঁদের অধিকাংশই ছিলেন পর্যটক। এর পাল্টা জবাব হিসাবে ভারত ৭ মে চালায় ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor), যার মাধ্যমে পাকিস্তানের অভ্যন্তরে একাধিক সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করা হয়। এর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। পাকিস্তানও পালটা ড্রোন হামলা শুরু করে কাশ্মীর থেকে গুজরাত পর্যন্ত বিস্তৃত অঞ্চলে।
আরও পড়ুন: “আধ ঘণ্টার মধ্যেই…,” ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বড় মন্তব্য জয়শঙ্করের
তবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় সেই হামলা ব্যর্থ হলেও দেখা যায়, পাক সেনার ব্যবহৃত ড্রোন ও ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি এবং উৎপত্তি মূলত চীন ও তুরস্কের। এই বিষয়টি নিয়েই পাকিস্তানের মদতদার হিসেবে চীনের প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকাকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে। এই প্রশ্নের জবাবেই চীনের সঙ্গে পাকিস্তানের ‘অস্বাভাবিক ঘনিষ্ঠতা’ তুলে ধরেন জয়শঙ্কর।
এছাড়াও সংঘর্ষবিরতিতে আমেরিকার, বিশেষ করে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘কৃতিত্ব দাবি’-কেও খণ্ডন করেন বিদেশমন্ত্রী। জয়শঙ্করের সাফ বক্তব্য, “সংঘর্ষবিরতি হয়েছে দুই দেশের সেনা কমান্ডারদের সরাসরি আলোচনার মাধ্যমে। এর পুরো কৃতিত্ব ভারতীয় সেনার।” পাশাপাশি, পরমাণু যুদ্ধের সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, “পরিস্থিতি কঠিন হলেও কোনও পর্যায়েই পরমাণু সংঘাতের সম্ভাবনা ছিল না।”
দেখুন আরও খবর: