ওয়েব ডেস্ক: ফের একবার চর্চায় ডোনাল্ড ট্রাম্প (Donald Trump), ফের একবার তাঁর নামের সঙ্গে জুড়ল নোবেল শান্তি পুরষ্কারের (Nobel Peace Prize) নাম। বিশ্বজুড়ে শান্তি স্থাপনে তাঁর অবদানকে সামনে রেখে মার্কিন (USA) প্রেসিডেন্টের জন্য নোবেল শান্তি পুরস্কারের দাবি তুললেন ইজরায়েলের (Israel) প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। এর আগে ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতিতে মধ্যস্থতার জন্য ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য প্রস্তাব দিয়েছিল পাকিস্তান (Pakistan)। এবার সেই তালিকায় নাম লেখাল তেল আবিবও।
সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজে বসেছিলেন নেতানিয়াহু। সেখানেই তিনি বলেন, “ট্রাম্প একের পর এক দেশে, একের পর এক অঞ্চলে শান্তি ফিরিয়ে আনছেন। এমন এক বিশ্বনেতা যিনি যুদ্ধ থামাচ্ছেন, শান্তির বার্তা ছড়াচ্ছেন। তিনি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য।” এই মন্তব্যের পর তিনি একটি চিঠি তুলে ধরেন ট্রাম্পের উদ্দেশে, যা নোবেল কমিটিকে পাঠানো হয়েছে। সেই চিঠিতে ট্রাম্পকে শান্তি পুরস্কারের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দিয়েছেন বলেও জানান তিনি।
আরও পড়ুন: ট্রাম্পের শুল্কনীতি জুলুমের হাতিয়ার, আক্রমণ চিনের
নেতানিয়াহুর এই ঘোষণায় খানিকটা বিস্মিত হন ট্রাম্প। প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমি জানতাম না আপনি এমন কিছু করেছেন। বিশেষ করে আপনার মতো একজনের কাছ থেকে এই সম্মান পাওয়া অত্যন্ত গর্বের বিষয়।” ট্রাম্প আরও বলেন, “আমি যুদ্ধ চাই না, মানুষকে মরতে দেখতে চাই না। আমি শান্তির পক্ষে।”
উল্লেখ্য, সম্প্রতি ইরান ও ইজরায়েলের মধ্যে চলা সংঘর্ষে হস্তক্ষেপ করেছিল আমেরিকা। ইরানের পরমাণু স্থাপনাগুলিতে হামলা চালালেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় ভূমিকা নেয় ওয়াশিংটন। পাশাপাশি গাজা উপত্যকায় হামাস ও ইজরায়েলি বাহিনীর মধ্যে চলা সংঘর্ষ থামাতে মধ্যস্থতা চালিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন। এসব ক্ষেত্রে ট্রাম্পের আগের কিছু পদক্ষেপকেও শান্তি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে তুলে ধরছেন নেতানিয়াহু।
দেখুন আরও খবর: