ওয়েব ডেস্ক : প্রায় ২১ মাস ধরে চলছে ইজরায়েল (Israel)-হামাস (Hamas) যুদ্ধ। সেই যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald trump) ৬০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে দেখা দিয়েছে আসার আলো। জানা যাচ্ছে, এই যুদ্ধবরতির প্রস্তাবে সাড়া দিয়েছে হামাস। এ নিয়ে ইজরায়েলের সঙ্গে আলোচনা করতেও প্রস্তুত তারা। তবে তারা অস্ত্র ত্যাগ করতে রাজি নয়। অন্যদিকে ইজরায়েলও সেনা প্রত্যাহার করতে অরাজি। তবে সূত্রের খবর, এই অচলাবস্থা দ্রুত কাটতে চলেছে, হয়তো শনিবারই হতে পারে যুদ্ধবিরতি নিয়ে বড় ঘোষণা।
হামাসের (Hamas) তরফে জানানো হয়েছে, ‘পূর্ণ আন্তরিকতার সঙ্গে’ আলোচনায় অংশ নিতে প্রস্তুত তারা। এর পরেই ট্রাম্প জানিয়েছেন, “তারা ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে? তবে তো ভালো।” তবে এ নিয়ে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর (Benjamin Netanyahu) তরফে কোনও ধরণের প্রতিক্রিয়া আসেনি। অবশ্য তিনি প্রথম থেকেই বলে এসেছেন, হামাসকে নিরস্ত্র করতেই হবে।
আরও খবর: মহারাষ্ট্রে কুড়ি পরে পাশাপাশি রাজ-উদ্ধব! চলছে রাজনৈতিক তরজা
অন্যদিকে গত ২৪ ঘন্টায় গাজায় (Gaza) ইজরায়েলি (Israel) হামলায় কমপক্ষে ১৩৮ জন নিহত হয়েছে বলে জানা গিয়েছে। সম্প্রতি ইজরায়েলি বাহিনীর এক বিমানহানায় ১৫ জনের মৃত্যু হয়েছিল। তেল আভিভের তরফে জানানো হয়েছিল, তারা হামাসের ১০০টির বেশি লক্ষ্যবস্তুততে হামলা চালিয়েছিল।
উল্লেখ্য, গাজায় (Gaza) প্রায় দুই বছর ধরে চলা এই যুদ্ধে ইতিমধ্যে ৫৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যাঁদের বেশিরভাগই সাধারণ মানুষ। ইজরায়েলি হামলায় গাজার অধিকাংশ এলাকা ধ্বংস হয়েছে, বাস্তুচ্যুত হয়েছেন বাসিন্দারা। এর পাশাপাশি সেখানে ভয়াবহ খাদ্য সংকটও তৈরি হয়েছে।
দেখুন অন্য খবর :