এই দুনিয়া সত্যিই বিচিত্রময় | রোজ কতই না অদ্ভুত ঘটনা পৃথিবীর বুকে | বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে দেওয়ার প্রচলন রয়েছে ভারতে | প্রাচীন এই প্রথা মতে কোনও জায়গায় বৃষ্টিপাত কম হলে ব্যাঙের বিয়ে দেওয়া হলে সেখানে স্বাভাবিক বর্ষণ হয় | গ্রামীন ভারতের সেই রীতি আজও দেশের বহু জায়গায় চলে আসছে | কিন্তু এবার একটি আশ্চর্য ঘটনার সাক্ষী থাকল ইন্দোনেশিয়া | খইরুল আনম নামের জনৈক ব্যক্তি বিয়ে করে বসলেন একটি রাইস কুকারকে | তারপর নিজের সোশ্যাল সাইটে বিয়ের সমস্ত ছবি আপলোড করেন তিনি | তারপরেই ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায় সেই ছবি | সেইসঙ্গে নেট দুনিয়ায় নতুন রসের সন্ধান পেয়ে মজলেন নেটিজেনেরাও | লাইক আর সাবস্ক্রাইবের সংখ্যা ছাড়িয়ে যায় হাজারের ঘর |
ভাইরাল ছবিতে দেখা গিয়েছে একটি রাইস কুকারকে সাদা বোরখা পড়ানো হয়েছে | কাজীকে ডেকে রীতিমতো নিয়মমাফিক বিয়ে সারেন খইরুল | তারপর জীবনসঙ্গীকে চুমু খেয়ে ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবিও তুললেন তিনি |
আরও পড়ুন: জানেন কী অন্ত্র সুস্থ রাখতে এক চামচ পান্তা ভাত-ই যথেষ্ট?
বিয়ে সারছেন খইরুল
সবকিছু ঠিকঠাকই চলছিল নবদম্পতির | কিন্তু সুর কাটল বিয়ের ঠিক চার দিনের মাথায়| হানিমুন অধরা রেখেই স্ত্রী রাইস কুকারকে ডিভোর্স দিয়ে দেন খইরুল | কিন্তু কেন? দাম্পত্য় সুখের অভাব? না….. স্ত্রীর বিরুদ্ধে তাঁর অভিযোগ তিনি শুধুই ভাতই রান্না করতে পারেন | আর কিছুই রান্না করতে পারেন না তাঁর স্ত্রী | কিন্তু রাইস কুকারে শুধু ভাতই তৈরি করা যায সেই কথা কে বোঝাবে খইরুলকে| অগত্যা বিবাহ বিচ্ছেদের পথেই হাঁটতে হল নয়া দম্পতিকে| সোশ্যাল সাইটে ফলাও করে সেই কথাও ঘোষণা করেন খইরুল |
Indonesian Man Marries Rice Cooker, Divorces It 4 Days Later Because… https://t.co/Q15CkLgmK9 pic.twitter.com/1JFwiev0pK
— NDTV News feed (@ndtvfeed) October 1, 2021
আরও পড়ুন: খাবার পর নিজের দাড়িতেই হাত মুছতেন তিনি
স্থানীয় সংবাদপত্রের দাবি, খইরুল ইসলাম এলাকায় যথেষ্ট জনপ্রিয় এক ব্যক্তি | পশ্চিমী কায়দায় নিত্যনতুন স্ট্যান্ট করে সোশ্যাল মিডিয়ায় চর্চিত হতে অভ্যস্ত তিনি | তবে সদ্য ডিভোর্স পাওয়া স্ত্রী কি এখনও একই ছাদের তলায় রয়েছেন তাঁর সঙ্গে? সেই ব্যাপারে কিছু জানাননি খইরুল |