সিডনি: অস্ট্রেলিয়ার সিডনিতে ভারতীয় ছাত্রর উপর হামলা খালিস্তান সমর্থকদের। ২৩ বছর বয়সী এক ভারতীয় পড়ুয়াকে কিছু খালিস্তান সমর্থক নির্মমভাবে মারধর করেছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে পশ্চিম সিডনির শহরতলী এলাকা মেরিল্যান্ডে। তাঁকে লোহার রড দিয়ে মারধর করা হয়েছে বলে জানা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পড়াশোনার পাশাপাশি গাড়িচালকের কাজ করেন ওই পড়ুয়া। ভারত বিরোধী খালিস্তানি কার্যকলাপের বিরোধিতা করেছিলেন সে। এরপরই তাঁর উপর চড়াও হয় কিছু খালিস্তানি সমর্থকেরা। লোহার রড দিয়ে তাঁকে মারধর করা হয়। মাথায়, পায়ে এবং হাতে আঘাত লেগেছে তাঁর।
ভারতীয় ওই ছাত্র জানিয়েছেন, ওইদিন সকালে সে এক জায়গায় যাওয়ার জন্য গাড়ি নিয়ে বের হন। এই সময় চার থেকে পাঁচ জন খালিস্তানি সমর্থক তাঁর গাড়িটি ঘিরে ধরে। কয়েজন তাঁর গাড়িতে উঠে লোহার রড দিয়ে মারধর করতে থাকে।
আরও পড়ুন: 21 July | TMC | শহীদ দিবসে সব সরকারি হাসপাতালে মেডিক্যাল টিম, রক্ত মজুতের নির্দেশ
এরপর তাঁকে গাড়ি থেকে বের করে বেধরক মারধর করা হয় বলে জানান ওই পড়ুয়া। মারধর করার সময় হামলাকারীরা খালিস্তানি জিন্দাবাদ স্লোগান দিতে থাকে বলে জানিয়েছেন সে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে নিউ সাউথ ওয়েলস পুলিশ। জখম ছাত্রের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ভারতীয় পড়ুয়ার উপর হামলার ঘটনার নিন্দা করেন মেরিল্যান্ডের এমপি।