কলকাতা: বৈষম্য বিরোধী গণ বিক্ষোভের জেরে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) ভারতে পালিয়ে আসতে হয়। এরপর একের পর এক মামলা হয়েছে বাংলাদেশে (Bangladesh)। তাছাড়া হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি (Arrest) পরোয়ানা জারি করেছে বাংলাদেশের (Bangladesh) যুদ্ধাপরাধ আদালত। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে ‘নোট ভার্বাল’ পাঠানো হয়েছে দিল্লিতে। যাতে হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হয়। তা নিয়ে নির্দিষ্ট কোনও সিদ্ধান্তের কথা জানায়নি ভারতের বিদেশমন্ত্রক। এবার এই বিষয়ে মুখ খুললেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। রবিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ওই উপদেষ্টা জানান, একটা রাজনৈতিক সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছে। হাসিনাকে ঢাকার হাতে তুলে দেওয়া হবে না। সেই খবর তিনি জানতে পেরেছেন।
গত পাঁচ অগাস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর ছন্নছাড়া তাঁর দল আওয়ামি লিগ। দলের নেতা কর্মীদের নামে একের পর এক মামলা হয়েছে। সম্প্রতি ভার্চুয়াল মাধ্যমে হাসিনা দলীয় কর্মীদের একের পর এক বার্তা দিয়েছেন। মহম্মদ ইউনুসের সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন। এমনকী সেনাবাহিনীকে ইউনুসের সঙ্গে অসহযোগিতা করতে বলেছেন। ইউনুস সরকার এমনও জানিয়েছিল ভারতে বসে হাসিনা যেন বাংলাদেশ নিয়ে কোনও মন্তব্য করতে না পারেন। এমনকী সেখানকার সংবাদমাধ্যমেও হাসিনার ‘উস্কানিমূলক’ মন্তব্য প্রকাশ করা যাবে না বলে বিধি নিষেধ চাপানো হয়েছে। হাসিনাকে বিচাররের আওতায় এনে জেলবন্দি করায় লক্ষ্য বলে মনে করা হচ্ছে। যাতে আগামী নির্বাচনে হাসিনা মুখ খুলতে না পারেন।
আরও পড়ুন: বাংলাদেশে ঘোষণাপত্র আন্দোলনকারী ছাত্রদের, কেন জেনে নিন?
এদিকে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্য়াতন বেড়েছে। সর্বশেষ সংযোজন এক হিন্দু মহিলাকে ধর্ষণ, এছাড়া ধর্মীয় উপাসনালয়ে ভাঙচুরের ঘটনা।
দেখুন অন্য খবর:
The post হাসিনাকে ভারত ফেরত পাঠাবে না, দাবি বাংলাদেশ সরকারের উপদেষ্টার first appeared on KolkataTV.
The post হাসিনাকে ভারত ফেরত পাঠাবে না, দাবি বাংলাদেশ সরকারের উপদেষ্টার appeared first on KolkataTV.