নিউইয়র্ক: ভারত (India), আমেরিকা (US) বিশ্ব শান্তির (World Peace) জন্য একসঙ্গে কাজ করতে দায়বদ্ধ। প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi) বললেন হোয়াইট হাউসে (White House)। তিনি জানিয়েছেন, দারিদ্র দূরীকরণ, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্য পরিষেবা ও খাদ্য নিরাপত্তার মতো বিষয়গুলি নিয়ে আমেরিকা, ভারত বিশ্বের জন্য কাজ করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিন দিনের আমেরিকা সফরে রয়েছেন। হোয়াইট হাউসে তাঁকে বিশেষ অভ্যর্থনা জানানো হয়েছে। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের (Joe Biden) সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। পরবর্তীতে মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে তিনি বক্তব্য পেশ করবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ১৯টি গান স্যালুট ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়। হোয়াইট হাউসের সাউথ লনে এই অভ্যর্থনা জানানো হয়। মোদিকে স্বাগত জানিয়ে জো বাইডেন বলেন, আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি। এটা প্রয়োজন যে, ভারত আমেরিকা একসঙ্গে কাজ করবে। বাইডেনকে ধন্যবাদ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারত ও আমেরিকার মধ্য চুক্তিগুলি গণতান্ত্রিক মূল্যবোধের উপর দাঁড়িয়ে। দুই দেশের সংবিধান “আমরা জনগণের” দিয়ে শুরু হয়। আমাদের বৈচিত্রে দুই দেশই গর্বিত। কোভিড পরবর্তী সময়ে আন্তর্জাতিকতা একটি নতুন আকার নিয়েছে। বিশ্বের ভালোর জন্য আন্তর্জাতিক শান্তি ও স্থিরতায় আমরা একসঙ্গে কাজ করতে দায়বদ্ধ। আমেরিকার কংগ্রেসে দ্বিতীয বারের জন্য বক্তব্য রাখার সুযোগ পাব। এজন্য ধন্যবাদ। দুই দেশের পতাকা অন্য উচ্চতা স্পর্শ করুক।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Kultali | তৃণমূল-বিজেপির সংঘর্ষ উত্তপ্ত কুলতলি
সূত্রের খবর, প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা, মহাকাশ অভিযান সহ গুরুত্বপূর্ণ বিষয়ে চুক্তি নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের। ভিসা নিয়ম, অতিরিক্ত কনস্যুলেট সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়েছে। জেনারেল ইলেক্ট্রিকস এয়ারোস্পেস ঘোষণা করেছে হিন্দুস্তান এয়ারোনটিক্স লিমিটেডের সঙ্গে যৌথভাবে ভারতে ভারতীয় বায়ুসেনার জন্য যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরি করবে। এর আগে এই ধরনের প্রযুক্তিগত হস্তান্তর আমেরিকা কারও সঙ্গে করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাইক্রন টেকনোলজিকে আমন্ত্রণ জানিয়েছে। দেশে তাদের প্লান্ট তৈরির জন্য আমন্ত্রণ জানিয়েছে। গুজরাতে ২.৭৫ বিলিয়ন ডলার বিনিয়োগে তা হওয়ার কথা। এইচ১ বি ভিসা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। ভারতে না ফিরেও এইচ১বি ভাসা পুনর্নবীকরণ করা যাবে তা নিয়ে আলোচনা হয়েছে। সিয়াটেলে নতুন কনসুলেট খোলা হবে। চাঁদে মানুষ পাঠানো সংক্রান্ত বিষয়ে আমেরিকার সঙ্গে যোগ দেবে ভারত। এই নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে।