রিয়াধ: ক্রমশই এগিয়ে যাচ্ছে সৌদি আরব। প্রথা ভেঙে উমরাহ পালনের সময় মক্কার মসজিদুল হারামে (কাবা শরীফের মসজিদ) এবার মহিলা নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে। এই প্রথম মসজিদ আল-হারামের ইতিহাসে মহিলা নিরাপত্তা রক্ষী নিয়োগ।
আরও পড়ুন- নব্বইয়ের ভয়াল স্মৃতি ফিরিয়ে শহরে ফের স্টোনম্যান আতঙ্ক
সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমান রক্ষণশীল এই দেশটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আধুনিকীকরণ আর বৈচিত্র্যমূলক অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। তারই অঙ্গ প্রথা ভেঙে মহিলাদের কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি জায়গা করে দেওয়া।
#من_الميدان ، "أمن الحج والعمرة”@security_gov pic.twitter.com/5j93CKcmzl
— وزارة الداخلية 🇸🇦 (@MOISaudiArabia) April 19, 2021
আরও পড়ুন- অশ্লীল ভিডিয়ো পর্ন নয়, আদালতে দাবি রাজ কুন্দ্রার আইনজীবীর
মহিলারা দায়িত্ব পেয়েছে মক্কা আর মদিনায় ইসলামের জন্মস্থানগুলির তদারকি করা আর নিরাপত্তা দেওয়ার। খাঁকি পোষাকই পরেছেন তাঁরা। তবে পুরুষের মত নয়। কোমর পর্যন্ত লম্বা জ্যাকেট। ঢিলে ঢালা খাঁকি প্যান্ট পরতে হয়েছে। মুসলিম প্রথা মেনেই মাথা আর চুল ঢাকতে হয়েছে কালো ওড়না দিয়ে। এই পোষকাই আত্মবিশ্বাসী মোনা গ্যান্ড মসজিদের নিরাপত্তা দায়িত্ব পালন করে যান।
আরও পড়ুন- করোনা ভ্যাকসিন পাচ্ছেন না ভোট আইকনরা
নারী নিরাপত্তা-রক্ষীদের টহল দেওয়ার ছবি টুইটারে প্রকাশ করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ টুইটে তারা বলেছে, এখন থেকে হজ আর ওমরাহর নিরাপত্তা ব্যবস্থায় মহিলা নিরাপত্তা-রক্ষীরাও অংশ নেবেন।