ইসলামাবাদ : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দীপাবলির শুভ কামনা জানালেন তাঁর টুইটার হ্যান্ডেলের মাধ্যমে।
২০১৭-র জনসমীক্ষা অনুযায়ী পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের সংখ্যা মাত্র ২.১৪ শতাংশ। তথ্য অনুযায়ী করাচি, লাহোর ছাড়াও দীপাবলি পালিত হতে দেখা যায়। দীপাবলী পালিত হয় অন্যান্য জায়গাতেও।
আরও পড়ুন : বিজেপি শাসিত রাজ্যগুলির পথে হেঁটে পেট্রোল-ডিজেলে ভ্যাট কমাল ওড়িশা, চাপে বিরোধীরা
হিন্দুদের পাশাপাশি অন্য সম্প্রদায়ের ভোটব্যাঙ্ক মজবুত রাখতে ইমরানের এই টুইট বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও নিজের দেশে বেশ কিছুটা কোণঠাসা ইমরান কতোটা সফল হবেন সেটাই দেখার।
اپنی پوری ہندو کمیونٹی کو دیوالی کی مبارکباد پیش کرتا ہوں۔
— Imran Khan (@ImranKhanPTI) November 4, 2021