লাহোর: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) এবং তাঁর স্ত্রীকে দুর্নীতির (Corruption) অভিযোগে বুধবার ১৪ বছরের কারাদণ্ডে (Prison Sentence) দেওয়া হয়েছে। দেশের নির্বাচনের এক সপ্তাহ আগে রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁস সংক্রান্ত একটি মামলায় ইমরান খানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়ার একদিন পরে এই রায়। ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের এক মুখপাত্র বলেন, আমাদের বিচার ব্যবস্থার ইতিহাসে আরেকটি দুঃখজনক দিন।
তবে ইমরান খানের আইনজীবী সালমান সাফদার বলেন, ইমরান খান ও বুশরা বিবিকে সাজা দেওয়া হয়েছে। বুশরা বিবিকে এখনও গ্রেফতার করা হয়নি। ইমরান খান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েক মাস আগে ২০১৮ সালে এই দম্পতি বিয়ে করেছিলেন।
আরও পড়ুন: আমি এখনও মরে যাইনি, মালদহে হুঙ্কার মমতার
গত বছরের মে মাসে যখন ইমরান খানকে প্রথম গ্রেফতার করা হয়, তখন দেশজুড়ে দাঙ্গা শুরু হয়। হাজার হাজার সমর্থককে আটক করা হয়েছিল। যাদের মধ্যে ১০০ জন রুদ্ধদ্বার সামরিক বিচারের সম্মুখীন হন। এবং কয়েক ডজন সিনিয়র নেতাকে অন্তরালে যেতে বাধ্য করা হয়।
আরও খবর দেখুন