কাবুল: রাজধানী শহর কাবুলের রাজপথে হাঁটছেন শতাধিক মহিলা। যাদের সমগ্র দেহ বোরখায় ঢাকা। মাথা থেকে পা পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না। ওই মহিলাদের হাতে রয়েছে বড় ব্যানার। যেখানে লেখা রয়েছে, “তালিবান জমানায় আমরা ভালো আছি। তালিব সদস্যদের ব্যবহারে আমরা খুবই সন্তুষ্ট।”
তালিবানের পতাকা হাতে নিয়ে এই ধরণের মিছিলের শনিবারের কাবুল। কিন্তু সপ্তাহের শুরুটা হয়েছিল অন্যরকমভাবে। মানে অন্য একটা মিছিলের মাধ্যমে। যেখানে সহস্রাধিক মানুষ মিছিল করেছিলেন তালিবানের বিরুদ্ধে। যাদের নেতৃত্বে ছিলেন মহিলারা। তালিবানের মদত দেওয়া পাকিস্তানের বিরুদ্ধে স্লোগান দিয়ে কাবুলে পাক হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখান তাঁরা। অস্ত্রধারী তালিবের বন্দুকের সামনেও দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছিলেন এক মহিলা।
আরও পড়ুন- একটানা দৈনিক সংক্রমণ ১০০ পার, উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা-উত্তর ২৪ পরগণা
মাঝের পাঁচ দিন পরে কেবল মহিলাদের মছিল দেখল কাবুল। যাদের মুখে শোনা গেল যে আগের মিছিলে অংশ নেওয়া মহিলারা প্রকৃত আফগান নয়। তাঁরা কখনই সমগ্র আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেন না। তালিবানপন্থী এক মহিলা বলছেন, “যারা আফগানিস্তান ছেড়ে পালিয়ে গিয়েছেন বা বর্তমান সরকারের সমালোচনা করছে তাঁরা আমাদের প্রতিনিধি নয়।” অন্য একজন বলেছেন, “আমরা তালিবানের ব্যবহারে সন্তুষ্ট।”
অস্ত্র হাতে সমর্থকদের নিরাপত্তা দিল তালিব সদস্য
শনিবার কাবুলের শহিদ রাব্বানি এডুকেশন ইউনিভার্সিটির সামনে থেকে শুরু হয় তালিবানের সমর্থনে মিছিল। মিছিলের শুরুতে নেত্রীস্থানীয় এজনের মুখে শোনা গেল পূর্বতন সরকারের সমালোচনা। তালিবানের পতাকা হাতে নিয়ে তিনি বললেন, “আগের সরকার মহিলাদের ব্যবহার করেছে। তাঁরা মেয়েদের সৌন্দর্য দেখে চাকরি দিয়েছিল। সেটা কী মহিলাদের স্বাধীনতা দেওয়া?”