মার্কিন যুক্তরাষ্ট্র: মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা ফের দেশের দায়িত্ব তুলে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের হাতে। একাধারে পাকা রাজনীতিবিদ হলেও, অন্যদিকে ট্রাম্প একজন ব্যাবসায়ীও বটে। কিন্তু হবু মার্কিন প্রেসিডেন্ট কত সম্পত্তির মালিক? এই প্রশ্নটা অনেকের মনেই রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সম্পত্তি নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে চর্চা হয়েছে। তাঁর সম্পত্তির নির্দিষ্ট পরিমাণ জানা না থাকলেও, বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তাঁর মোট সম্পত্তির আনুমানিক হিসাব প্রকাশিত হয়েছে। সেইসব তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে যে, ২০১৫ সালে প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার আগে ট্রাম্পের মোট সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১০০০ কোটি ডলার, যা ভারতীয় মুদ্রায় ৮৪ হাজার ৩১১ কোটি টাকার কাছাকাছি। তবে সাম্প্রতিক সময়ের বেশ কিছু প্রতিবেদনে দেখা গেছে, বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ আগের তুলনায় হ্রাস পেয়েছে।
আরও পড়ুন: ট্রাম্পের জয়ের ঠিক আগেই মার্কিন সেনার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ!
‘ফোর্বস’ ম্যাগাজিনের হিসেব অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত ট্রাম্পের মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৬৬০ কোটি ডলার বা ৫৫ হাজার ৬৪৫ কোটি টাকা। অন্যদিকে, ‘ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স’-এর ২০২৪ সালের জুন মাসের তথ্য অনুসারে, ট্রাম্পের সম্পত্তির পরিমাণ ছিল ৭৭০ কোটি ডলার বা ৬৪ হাজার ৯৩০ কোটি টাকা। কিন্তু ট্রাম্পের আয়ের উৎস কী? বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে, ট্রাম্প মূলত নির্মাণ এবং বিনোদন ব্যবসা থেকে আয় করেন। ট্রাম্পের মালিকানাধীন ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’, ‘ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ’ থেকে মোটা অঙ্কের রোজগার হয়।
এই নিরিখে দেখা যাচ্ছে যে, বিশ্বের প্রথম সারির ধনকুবেরদের তুলনায় ট্রাম্পের সম্পত্তি অনেকটাই কম। যেমন, মুকেশ আম্বানির বর্তমান সম্পত্তি প্রায় ১০ হাজার কোটি ডলারের বেশি, ইলন মাস্কের সম্পত্তি ২৫ হাজার কোটি ডলারের বেশি, বিল গেটসের সম্পত্তি ১০ হাজার কোটি ডলারের উপরে, জেফ বেজোসের ২১ হাজার কোটি ডলার এবং মার্ক জুকারবার্গের মোট সম্পত্তি ১৯ হাজার কোটি ডলারের বেশি।
দেখুন অন্য খবর:
The post ডোনাল্ড ট্রাম্পের সম্পত্তির পরিমাণ কত? first appeared on KolkataTV.
The post ডোনাল্ড ট্রাম্পের সম্পত্তির পরিমাণ কত? appeared first on KolkataTV.