করাচি : শুক্রবার দীপাবলি উপলক্ষ্যে যখন সারা ভারত উৎসবে মেতেছিল, তখন প্রতিবেশী দেশ পাকিস্তানে দীপাবলি উদযাপন করলেন সেখানে বসবাসকারী হিন্দুরা।
পাকিস্তানের করাচিতে অবস্থিত স্বামীনারায়ণ মন্দির। শুক্রবার সেখানে দীপাবলির আয়োজন করা হয়। আলোর উৎসব হল দীপাবলি। সেই উপলক্ষ্যে এদিন পাকিস্তানের বহু হিন্দু পরিবার স্বামীনারায়ণের মন্দিরে এসে উপস্থিত হন। মন্দিরে প্রতিষ্ঠিত ঠাকুরের কাছে পুজো করে তাঁরা প্রত্যেকেই আলোর খেলায় মেতে ওঠেন। মন্দির প্রাঙ্গন প্রদীপ ও মোমবাতি দিয়েও সাজানো হয়। রঙ দিয়ে রঙ্গোলি তৈরি করা হয়। এরপর সবাই বাজি ফাটান। পাকিস্তানে থেকেও নিজেদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পেরে খুশি তাঁরা। এদিন এই মন্দিরে আসা এক মহিলা বলেন, দীপাবলি পালন করতে পেরে খুশি তাঁরা। তিনি আশা করেন যে, পাকিস্তান সরকারের তরফে এই সুবিধা তাঁরা ভবিষ্যতেও আশা করেন। পাকিস্তানে মোট জনসংখ্যার ৯৭ শতাংশ মুসলিম। বাকি ২ শতাংশ হল হিন্দু জনগোষ্ঠি। পাকিস্তানে ধর্মীয় হিংসার ইতিহাস আছে। সেখানে হিন্দু মন্দির ভেঙে ফেলা বা সংখ্যালঘু হিন্দুদের উপর হিসাত্বক ঘটনা ঘটেছে বেশ কয়েকবার।
আরও পড়ুন : দীপাবলিকে সরকারি ছুটি হিসাবে ঘোষণা আমেরিকার