লেবানন: ইজরায়েলের হামলায় নিহত হিজবুল্লার (Hezbollah) মিডিয়া প্রধান। রবিবার রাতে ইজরায়েল হামলা চালায় বেইরুতে। সেই হামলায় নিহত হন মিডিয়া প্রধান মোহাম্মদ আফিফ (Media chief Mohammad Afif)। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ।
বৈরুতের ঘনবসতিপূর্ণ রাস আল-নাবা এলাকায় বাথ রাজনৈতিক দলের সদর দফতরে ইজরায়েলি প্রতিরক্ষাবাহিনী আইডিএফ এই হামলা চালিয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই আরও হামলায় চারজন নিহত হয়েছেন। তবে নিহতদের নাম উল্লেখ করেনি মন্ত্রণালয়।
হামলায় সিরিয়ান বাথ পার্টির লেবানিজ শাখার সদর দফতরের বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে। এছাড়া হামলার পর উদ্ধারকর্মী ও সিভিল ডিফেন্স দলগুলো ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া অনেক লোককে উদ্ধারে ছুটে আসেন।
আরও পড়ুন:বিরতি নয়, যুদ্ধ চাই! বেইরুটে হামলা চালিয়ে নিজের অবস্থান স্পষ্ট করল ইজরায়েল
আল জাজিরার তথ্য অনুযায়ী, সম্প্রতি আফিফ হিজবুল্লাহর জন্য বেশ কয়েকটি প্রেস কনফারেন্সের আয়োজন করেছিলেন। সেখানে ইজরায়েলের বোমা হামলার বিষয় তথ্য প্রদান করেছিলেন। আফিফ সশস্ত্র গোষ্ঠীর শীর্ষস্থানীয় মিডিয়া রিলেশন অফিসার হিসাবে দায়িত্ব নেওয়ার আগে বেশ কয়েক বছর ধরে হিজবুল্লাহ এর আল-মানার টেলিভিশন স্টেশন পরিচালনা করেছিলেন। সম্প্রতি আফিফ একটি বিবৃতি দিয়ে জানান, হিজবুল্লাহ’ র কাছে যুদ্ধে জন্য যথেষ্ট অস্ত্র মজুত আছে, একটি দীর্ঘ যুদ্ধ চালাতে অসুবিধা হবে না।
বলা যেতে পারে, আফিফ হত্যা হিজবুল্লাহ নেতৃত্বকে নির্মূল করার লক্ষ্যে ইজরায়েলের একটি বড় পদক্ষেপ।
অন্যদিকে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ির সামনে বোমা ছোড়ায় ঘটনায় তিনজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।
দেখুন অন্য খবর:
The post ইজরায়েলি হামলায় নিহত হিজবুল্লার মিডিয়া প্রধান first appeared on KolkataTV.
The post ইজরায়েলি হামলায় নিহত হিজবুল্লার মিডিয়া প্রধান appeared first on KolkataTV.