গ্লাসগো : COP26 জলবায়ু শীর্ষ সম্মেলন থেকে কোনও সমস্যার সমাধান হবে না। স্পষ্ট জানিয়ে দিলেন পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ। সোমবার গ্লাসগোয় ছিল COP26 জলবায়ু শীর্ষ সম্মেলন। দেশ বিদেশের বহু মন্ত্রী ও রাষ্ট্র প্রধানরা যোগ দিয়েছিলেন এই সম্মেলনে। পরিবেশ ও জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় এই সম্মেলনে। কিন্তু এই সব আলোচনা শুধুই লোক দেখানো। আসল কাজের কাজ কিছুই হয় না, COP26 সম্মেলন চলাকালীন গ্লাসগোর একটি সমাবেশ থেকে এই কথা বললেন গ্রেটা।
COP26 আর পাঁচটা COP সম্মেলনেরই মত, যেখান থেকে কোনও সমস্যার সমাধান হয়না, বলেন সুইডেনের পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ। তিনি সমাবেশে আরও বলেন, “সিওপি’র ভেতরে যে সকল রাষ্ট্র প্রধান ও মন্ত্রীরা বসে আছেন, তাঁরা শুধু ভান করছেন যে, ভবিষ্যতের প্রজন্মের কথা তাঁরা গুরুত্ব সহকারে ভাবছেন। তাদের সুরক্ষা দেওয়ার কথা তাঁরা ভাবছেন। কিন্তু বাস্তবে তাঁরা আসলে কিছুই করবেন না।” পরিবর্তন কখনও সম্মেলনের ভেতর থেকে আসবে না। গ্রেটা বলেন, এই সম্মেলনে নেতা মন্ত্রীরা নতুন প্রজন্মকে সুরক্ষা দেওয়ার নামে অনেক বাজে কথা বলে থাকেন। প্রকৃতির প্রতি যে অবহেলা, তা জন্য বিপর্যস্ত হচ্ছে সাধারণ মানুষ। পরিবেশ অসুস্থ হলে মানুষও অসুস্থ হবে। তাই নেতা মন্ত্রীদের এই ভান করে কথা বলা শুনবে না তাঁরা, জানিয়ে দিলেন গ্রেটা থুনবার্গ।