হনুলুলু: ভয়াবহ দাবানলে (WildFire) পুড়ছে যুক্তরাষ্ট্রের হাওয়াই (Hawaii) রাজ্যের মাওয়াই দ্বীপ। গত কয়েকদিনে দাবানলের আগুনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩। নিখোঁজ রয়েছেন হাজারের বেশি মানুষ। পুড়ে ছাই হয়ে গিয়েছে হাজার হাজার ঘর বাড়ি ও গাছ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন হাওয়াইয়ের গভর্নর জস গ্রিন। সেদেশের ইতিহাসে ১০০ বছরের মধ্যে এরকম ভয়াবহ দাবানল আগে কখনও দেখেননি আমেরিকাবাসী।
হাওয়াইয়ের গভর্নর জস গ্রিন জানিয়েছেন, ‘আগুনের গ্রাসে প্রায় ২ হাজারের বেশি বাড়ি ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতির পরিমাণ ৬ বিলিয়ন ডলারের কাছাকাছি। ২০১৮ সালে ক্যালিফোর্নিয়ায় ক্যাম্প ফায়ারে ৮৬ জনের মৃত্যু হয়েছিল। হাওয়াইয়ের ঘটনা সেই সেই ঘটনাকেও ছাপিয়ে গিয়েছে। মাউইয়ের লাহাইনা শহরের মধ্যে দিয়ে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল এক সপ্তাহের মধ্যে প্রাণ কাড়ল ১০০ জনের।’ মাউই কাউন্টির প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন, দমকল কর্মীরা একটানা আগুন নেভানোর কাজ করে চলেছেন। টানা পাঁচদিন পর অবশেষে লাহাইয়ানা শহরের আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আপাতত শহরের বাসিন্দাদের আর আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন:অতিবৃষ্টিতে দেরাদুন ডিফেন্স কলেজ ভেঙে পড়ল তাসের ঘরের মতো
দাবানলে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হাওয়াই দ্বীপপুঞ্জের দাবানলকে ভয়াবহ বিপর্যয় কবলিত অঞ্চল বলে ঘোষণা করে উদ্ধারকাজে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে স্থানীয়দের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন মার্কিন রাস্ত্রপতি। ।