পোর্ট-ও প্রিন্স: দেশের সর্বোচ্চ নাগরিক প্রেসিডেন্ট৷ কড়া নিরাপত্তা প্রহরায় থাকেন তিনি৷ তা সত্ত্বেও বেঘোরে প্রাণ হারাতে হল হাইতির প্রেসিডেন্টকে৷ বুধবার সকালে বাড়ি থেকে উদ্ধার হয় প্রেসিডেন্ট জোভেনেল মইসের (Jovenel Moïse) দেহ৷ তাঁর স্ত্রী মার্টিনা মইসের উপর হামলা করে আততায়ীরা৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন৷ অবস্থা সঙ্কটজনক বলে খবর৷
আরও পড়ুন: কিংবদন্তী হকি তারকা কেশব দত্তের জীবনাবসান
এই ঘটনা বিশ্বজুড়ে সাড়া ফেলে দেয়৷ ট্যুইট করে হত্যার নিন্দা করেন কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো (Justine Trudeau)৷ লেখেন, সব ধরনের সাহায্যে হাইতির মানুষের পাশে আছে কানাডা (Canada)৷
I strongly condemn the appalling assassination of President Moïse this morning. Canada stands ready to support the people of Haiti and offer any assistance they need.
— Justin Trudeau (@JustinTrudeau) July 7, 2021
হাইতির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লড জোসেফ এই খুনের ঘটনাকে ‘অমানবিক এবং বর্বরোচিত কাজ’ বলে নিন্দা করেন৷ জানান, একদল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ মইসির বাসভবনে ঢুকে হামলা করে৷ ফার্স্ট লেডি মার্টিনা মইসিও গুলিবিদ্ধ হয়েছেন৷ তিনি এখন হাসপাতালে ভর্তি৷
৫৩ বছরের জোভেনেল মইস ফেব্রুয়ারির ২০১৭ থেকে হাইতির প্রেসিডেন্ট পদে ছিলেন৷ কিন্তু ঠিক মতো সময়ে নির্বাচন অনুষ্ঠিত না হওয়ায় দু’বছর পর রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় সেদেশে৷ এছাড়া উঠে আসে একের পর এক দুর্নীতির অভিযোগ৷ বিরোধী নেতারা জোভেনেলের পদত্যাগের দাবি তোলেন৷ এ বছরের শুরুতে রাজধানী পোর্ট-ও প্রিন্স এবং অন্যান্য শহরে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে৷