স্পোর্টস ডেস্ক: আইপিএল ২০২৫-এর (IPL 2025) লিগ পর্যায়ে দুই নম্বরে শেষ করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। ২৯ মে (বৃহস্পতিবার) পাঞ্জাব কিংসের (PBKS) বিরুদ্ধে কোয়ালিফায়ার ১-এ মুখোমুখি তারা। হারলেও বিরাট কোহলিদের (Virat Kohli) ফাইনালের যাওয়ার আরও একটা সুযোগ থাকবে। এই সুযোগ থাকতে না-ই পারত, যদি ঋষভ পন্থ (Rishabh Pant) ভদ্রতা না দেখাতেন। কোহলিদের উচিত পন্থকে ধন্যবাদ জানানো।
মানকাডিং বা মাঁকড়ীয় আউট নিয়ে অতীতে বহুবার বিতর্ক হয়েছে। আইসিসি-র রুল বুক (ICC Rule Book) অনুযায়ী মানকাডিংয়ে অন্যায় নেই, রানার্স এন্ডে দাঁড়ানো ব্যাটার যদি ক্রিজের বাইরে বেরিয়ে যায় তাকে আউট করা যায়। কিন্তু এই আউট ক্রিকেটীয় স্পিরিটের পরিপন্থী এমন মতামত বহু নামী ক্রিকেটারের। আবার কেউ কেউ মনে করেন আজকের তীব্র প্রতিদ্বন্দ্বিতার ক্রিকেটে সৌজন্যের কোনও জায়গা নেই, কারণ বল ডেলিভারি করার আগে রানার্স এন্ডের ব্যাটার ক্রিজ ছেড়ে বেরিয়ে গেলে তিনি অন্যায় সুবিধা নিচ্ছেন।
আরও পড়ুন: সুদিন আসছে, ম্যান ইউ সমর্থকদের ভরসা দিলেন কোচ অ্যামোরিম
গতকাল আরসিবিকে ম্যাচ জেতানো জিতেশ শর্মাও (Jitesh Sharma) তেমনই বেরিয়ে গিয়েছিলেন। তাঁকে মানকাডিং করেন দিগ্বেশ রাঠি। সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের কাছে বিবেচনার জন্য পাঠানো হয়। এর মধ্যে এলএসজি অধিনায়ক পন্থ মাঠের আম্পায়ারকে জানান, তিনি আবেদন ফিরিয়ে নিচ্ছেন। তাই জায়ান্ট স্ক্রিনে জিতেশকে ‘নট আউট’ দেখানো হয়।
ওই সময় জিতেশ আউট হলে ম্যাচ এলএসজি-র দিকে ঢলে পড়ত। ময়াঙ্ক আগরওয়াল ভালো খেলছিলেন ঠিকই কিন্তু জিতেশই আসলে ম্যাচ উইনার। পন্থ আবেদন ফিরিয়ে নিয়ে একদিকে যেমন ক্রিকেটীয় সৌজন্যের ছাপ রেখেছেন তেমনি একটা বড়সড় বিতর্ক হওয়া আটকেছেন। সেই কারণেই কোহলির দলের তরফে পন্থকে অশেষ ধন্যবাদ দেওয়া উচিত।
দেখুন অন্য খবর: