নিউ ইয়র্ক: ইউজারদের ডেটা গোপনে সংগ্রহ করছে গুগল (Google)। আর তা এমনভাবে করা হচ্ছে বড় বড় প্রযুক্তি বিশেষজ্ঞরাও (Tech Experts) তা ধরতে পারবেন না। রোবোটো (Roboto), ওপেন স্যান্স (Open Sans), লাটো (Lato), মন্টসেরাট (Montserrat) এবং মেরিওয়েদার (Merriweather) ইত্যাদি টাইপফেস (Typeface) অর্থাৎ ফন্টকে (Font) কাজে লাগাচ্ছে গুগল। সম্প্রতি একটি চাঞ্চল্যকর তথ্য উঠেছে এসেছে সংবাদমাধ্যমে। মার্কিন সার্চ জায়ান্টের (Search Giant) বিরুদ্ধে অভিযোগ, তারা এই সমস্ত টাইপফেস ব্যবহার করে ইন্টারনেট ইউজারদের আইপি অ্যাডড্রেস এবং ব্রাউডিং হিস্ট্রি (IP Addresses and Browsing History) ট্র্যাক (Track) করছে। ওয়েব ডিজাইনাররা (Web Designers) এই ধরনের ফ্রি ফ্রন্ট ব্যবহার করে থাকেন, যাতে তাঁদের তৈরি ওয়েবসাইট স্মার্টফোন (Smartphones), ট্যাবলেট (Tablet), ল্যাপটপ (Laptop), টেলিভিশন (Television) এব ডেস্কটপ কম্পিউটারে (Desktop Computer) বিভিন্ন ধরনের ডিভাইসে দুর্দান্ত এবং আকর্ষণীয় দেখতে লাগে।
আরও পড়ুন: Global Military Spending । প্রতিরক্ষা ক্ষেত্রে খরচের দিক থেকে ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ
ট্র্যাকিং পদ্ধতি?
এই ধরনের ফন্ট ফ্রি (Free)। ফলে ডেভেলপারর বা ওয়েব ডিজাইনাররা বিনামূল্যের ফন্ট ডাউনলোড করার দিতেকে ঝোঁকেন। আপনি যখন এই ফন্ট গুগল থেকে ডাউনলোড (Download) করছেন, তখন ওই টাইপফেসের সঙ্গে আরও অনেক কিছু ডাউনলোড হয়ে যায়।
গুগল তারপর তথ্য সংগ্রহ করতে থাকে। যেমন ধরুন, আইপি অ্যাডড্রেস এলং কতবার পেজ ভিউ (Page View) হয়েছে। এরপর, সংশ্লিষ্ট ইউজার সম্পর্কে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল যে তথ্য সংগ্রহ করে রেখেছে আগে থেকে, তার সঙ্গে নতুন ডেটাকে ক্রস-রেফারেন্স (Cross-Reference) করা হয়। এখানে উল্লেখ্য, মার্কিন টেক জায়ান্ট গুগল বিনামূল্য বিভিন্ন ধরনের ফন্ট দেয়, ফলে প্রচুর ডাউনলোড হল এবং প্রকাশিত তথ্য অনুসারে, প্রায় ৬০ মিলিয়ন (৬ কোটি) ওয়েবসাইটে তা ব্যবহৃত। প্রতিদিনই এই ৬ কোটি ওয়েবসাইটে প্রচুর পরিমাণে লোকজন আসেন। ফলে গুগল এভাবে প্রতিনিয়ত প্রচুর পরিমাণে ডেটা সংগ্রহ করে যাচ্ছে।
গুগলের যুক্তি হলো, ফ্রি ট্র্যাকিং ফন্ট ওয়েবসাইট দ্রুত লোড (Fast Loading) হতে সাহায্য করে এবং আপনার আইফোন (iPhone), অ্যান্ড্রয়েড (Android), উইন্ডোজ পিসি (Windows PC), ম্যাক (Mac) ও ট্যাবলেটে (Tablet) সামঞ্জস্যপূর্ণ দেখাতে সাহায্য করে। কিন্তু এর জন্য প্রাইভেসিকে (Privacy) জলাঞ্জলি দিতে হচ্ছে। অর্থাৎ গুগল ফন্ট ব্যবহার করা ওয়েবসাইট ভিজিট করার অর্থ গুগলকে আপনার যাবতীয় তথ্যের অ্যাক্সেস (Access) দিয়ে দিচ্ছেন। আর গুগল আপনার গোপন তথ্যের নাগাল পেয়ে তা নিজের স্বার্থে কাজে লাগাবে।
ইনকগনিটো মোডেও সুরক্ষা নেই
আইপি অ্যাডড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাডড্রেস (Internet Protocol Address) এমন একটি বিষয়, যা অভিন্ন ইন্টারনেট আইডেন্টিফায়ার (Internet Identifier)। আপনার ডিভাইসের সঙ্গেই তা সর্বদা লিঙ্কড (Linked) থাকে। গুগল যতই বলুক, ক্রোম ব্রাউজারে ইনকগনিটো মোড (Incognito Mode in Chrome Browser) ব্যবহার করলে আপনাকে কেউ ট্র্যাক করতে পারবে না, তা পুরোপুরি সত্যি নয়। গুগল আপনার আইপি অ্যাডড্রেস ঠিক ট্র্যাক করছে।
উপায় কী?
গুগল ক্রোম (Google Chrome), মাইক্রোসফট এজ (Microsoft Edge), অ্যাপল সাফারি (Apple Safari) বা যে কোনও ব্রাউজার হোক, আপনি গুগল ব্যবহার করবেনই। সবচেয়ে উপযোগী প্রতিকার হলো, গুগল থেকে সার্চ হিস্ট্রি (Search History) এবং অ্যাক্টিভিটি ডিলিট (Delete Activity) করে দিন। myaccount.google.com-এ লগইন করুন