গত ৬ জুলাই পর্দা উঠেছে ৭৪ তম কান চলচ্চিত্র উৎসবের। সারাবিশ্বের চলচ্চিত্রকে ব্যক্তিত্বরা জড়ো হয়েছেন ফ্রান্সের এই শহরে। অন্যান্য বারের মতো এবারেও এই উৎসবে হাজির হয়েছেন মার্কিন সুপার মডেল বেলা হাদিদ। রেড কার্পেটে এবার তার লুক সব কিছুকে ছাপিয়ে গেছে। পশ্চিমী সংবাদমাধ্যমে রেড কার্পেটে তাঁর বেশ কিছু ছবি প্রকাশিত হয়েছে। যেখানে দেখা যাচ্ছে তার পরনে কালো রংয়ের বডি হাগিং নেক লাইন গাউন। তার ওপর ফুসফুস আকৃতির সোনার নেকলেস। যা দৃষ্টি কেড়েছে আন্তর্জাতিক এই চলচ্চিত্র উৎসবের। যা তার বক্ষ যুগল ঢেকে রেখেছে। আর এই লুকের জন্যই আলোচনায় উঠে এসেছেন মার্কিন মডেল। তার পোশাক ডিজাইন করেছেন এলসা শিয়াপ্যারিলি। বেলা হাদিদ নাকি বর্তমানে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী। প্রাচীন গ্রিক গণিত অনুসারে সৌন্দর্য মাপার পদ্ধতি ‘গোল্ডেন রেশিও অফ বিউটিফাই স্ট্যান্ডার্ড’। এর মাপকাঠিতে সবাইকে ছাড়িয়ে গেছেন বেলা হাদিদ। গোল্ডেন রেশিও মাপ অনুযায়ী ২৩ বছর বয়সী এই ভিক্টোরিয়াস সিক্রেট মডেলের চেহারা ৯৪.৩৫ শতাংশ নিখুঁত। জনপ্রিয় এই মডেল গান উৎসবের মঞ্চে নতুন করে তার ফুসফুস আকৃতির সোনার নেকলেস পড়ে নিজেকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে পেরেছেন। যার সুযোগ তার পক্ষেই সম্ভব।