ওয়েবডেস্ক- অসুস্থ জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদ ( Former Cm Ghulam Nabi Azad) ভর্তি হাসপাতালে। সর্বদলীয় ভারতীয় প্রতিনিধি দলের অংশ হিসেবে উপসাগরীয় অঞ্চলে যাওয়ার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি।
এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিজেপি সাংসদ বৈজয়ন্ত জয় পান্ডা ( BJP MP Baijayant Panda) । তিনি জানান, আপাতত গুলাম নবী আজাদের অবস্থা স্থিতিশীল, তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন তিনি।
পান্ডা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, আমাদের সফরের মাঝামাঝি সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গুলাম নবী আজাদ,তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। তাঁর অবস্থা স্থিতিশীল, চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন, শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে। বাহরাইন এবং কুয়েতের সভাগুলিতে তার অবদান অত্যন্ত প্রভাবশালী ছিল, তার এই অসুস্থতার জন্য আমাদের খুব খারাপ লাগছে। সৌদি আরব ও আলজেরিয়া সফরে আমরা তাঁর অনুপস্থিতি অনুভব করব’।
আরও পড়ুন- সাপ সাপই থাকে, বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়
বর্তমানে গুলাম নবী আজাদের বয়স ৭৬। কুয়েতের (Kuwait) এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে তা নিশ্চিত করা হয়নি।
বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বে প্রতিনিধিদলটি ভারত সরকারের প্রতিনিধি হিসেবে কুয়েতে ছিল। পহেগাম হামলায় পাকিস্তানের নৃশংসতার জবাবে কোন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারত ‘অপারেশন সিঁন্দুর’ প্রত্যাঘাত আনে তা বিশ্বের দরবার তুলে ধরেন প্রতিনিধিরা। বাহরাইন এবং কুয়েতের সেই প্রতিনিধি দলে ছিলেন গুলাম নবী আজাদ। কুয়েতে আজাদ বলেন, পাকিস্তানের কাজই ভুল তথ্য ছড়ানো। এটা তাদের পুরনো অভ্যাস। ভারতে জঙ্গিদের দিয়ে হামলা করতে এলে পাকিস্তান যে ফল ভোগ করতে হবে তা স্পষ্ট করে বুঝিয়ে দেন বর্ষীয়ান সাংসদ।
গুলাম নবী আজাদ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, কুয়েতে প্রচণ্ড গরমের কারণে আমি অসুস্থ হয়ে পড়েছি। ঈশ্বরের কৃপায় আমি এখন আগের থেকে ভালো আছি। আপনাদের সকলের প্রার্থনার জন্য ধন্যবাদ।’
দেখুন আরও খবর-