ওয়েবডেস্ক: ভারতের পাশে জার্মানি (Germany)। অপারেশন সিন্দুর ও তার পরবর্তী ক্ষেত্রে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে ভারতকে সমর্থন বার্লিনের। জার্মানির বিদেশমন্ত্রী জোহান ওয়েডফুল (Johan Wadephul) শুক্রবার বলেন, সন্ত্রাসবাদের (Terrorism) বিরুদ্ধে আত্ম রক্ষার জন্য ভারতের সব অধিকার রয়েছে। এদিন বার্লিনে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) সঙ্গে জার্মানির বিদেশমন্ত্রী জোহান ওয়েডফুল সাংবাদিক সম্মেলন করেন। জার্মানির বিদেশমন্ত্রী বলেন, গত ২২ এপ্রিল ভারতে জঙ্গি হামলা দেখে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে যায়। সাধারণ মানুষের উপর এই হামলার আমরা কড়া নিন্দা করছি। সব মৃতদের পরিবারের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। তিনি আরও বলেন, দুই তরফেই সামরিক আক্রমণ হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে ভারতের সবরকম অধিকার রয়েছে। একইসঙ্গে দুই দেশের বর্তমান অবস্থানকেও স্বাগত জানিয়েছে জার্মানি।
ডোনাল্ড ট্রাম্প আটবার দাবি করেছেন ভারত ও পাকিস্তানের যুদ্ধ তিনি থামিয়েছেন। ভারত স্পষ্ট বলেছে পাকিস্তান ফোন করে প্রথম যুদ্ধবিরতির কথা বলে। তারপরে ভারত ওই সিদ্ধান্ত নিয়েছে। এদিন জার্মানি ভারত ও পাকিস্তানের বিষয়ে ভারতের দ্বিপাক্ষিক সমাধানের অবস্থানকে সমর্থন করেছে।
আরও পড়ুন: পাকিস্তানে আটক ভারতীয় জওয়ান ফিরলেন রিষড়ার বাড়িতে
এদিন ফের ভারতের বিদেশমন্ত্রী পাকিস্তান নিয়ে কড়া অবস্থানের উল্লেখ করেছেন। এস জয়শঙ্কর বলেন, পরমাণু ব্ল্যাকমেলের কাছে ভারত নত হবে না। ভারত পাকিস্তানের সঙ্গে সম্পূর্ণ দ্বিপাক্ষিক প্রক্রিয়ায় মোকাবিলা করবে। কারও এই বিষয়ে কোনও ধন্দ থাকা উচিত নয়।